X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

হোয়াইট হাউজ ছাড়ার দিনে ইনগেজমেন্টের ঘোষণা দিলেন ট্রাম্পের ছোট মেয়ে

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০২১, ১৭:১৭আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৭:১৭
image

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ছোট মেয়ে টিফানি ট্রাম্প তার ইনগেজমেন্ট ঘোষণা করেছেন। ধনী ব্যবসায়ীর উত্তরাধিকার মাইকেল বোলাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার দিনে এক ইনস্টাগ্রাম পোস্টে নিজের ইনগেজমেন্ট ঘোষণা করেন টিফানি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ডোনাল্ড ট্রাম্প এবং তার দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলস-এর একমাত্র সন্তান টিফানি ট্রাম্প। প্রথম দিকে তিনি তার মা ম্যাপলস-এর কাছে ক্যালিফোর্নিয়াতে বেড়ে ওঠেন। জর্জ টাউন ল স্কুল থেকে গত বছরের মে মাসে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। বিগত চার বছর হোয়াইট হাউজে থাকার সময়ে বড় বোন ইভাঙ্কা ট্রাম্পের চেয়ে অনেক কম মনোযোগ কেড়েছেন তিনি।

মঙ্গলবার হোয়াইট হাউজ ছাড়ার আগে এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘পরিবারের সঙ্গে হোয়াইট হাউজে অনেক মাইলফলক, ঐতিহাসিক উপলক্ষ উদযাপন এবং স্মৃতি তৈরি করা আমার জন্য অনেক সম্মানের, তবে এর কোনও কিছুই আমার চমৎকার বাগদত্তা মাইকেলের সঙ্গে এনগেজমেন্টের চেয়ে বিশেষ নয়! পরবর্তী অধ্যায়ের জন্য উৎসাহিত হয়ে আছি আর সুখী অনুভব করছি’। পোস্টের সঙ্গে হোয়াইট হাউজে বোলাসের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। তাতে তার আঙুলে একটি আংটিও দেখা গেছে।

তার বাগদত্তা মাইকেল বোলাসও একই ছবি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, ‘জীবনের ভালোবাসার সঙ্গে ইনগেজড হলাম! একসঙ্গে পরবর্তী অধ্যায়ের অপেক্ষায় আছি।’

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের অবকাশ কেন্দ্র মার-এ-লাগোতে বিভিন্ন অনুষ্ঠানে টিফানি ট্রাম্প (২৭) ও মাইকেল বোলাস (২৩)কে একসঙ্গে দেখা গেছে। ইনগেজমেন্টের ঘোষণা দিলেও ট্রাম্পের প্রেসিডেন্টের মেয়াদ শেষে এই যুগলের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

/জেজে/
সম্পর্কিত
আলোচনা চাইলে যুক্তরাষ্ট্রের উচিত হুমকি বন্ধ করা: চীন
তেলের দাম কমায় পুতিন ইউক্রেন যুদ্ধ সমাপ্তিতে আরও আগ্রহী: ট্রাম্প
অনুসন্ধানে পুলিৎজার জিতলো রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস পেলো চারটি পুরস্কার
সর্বশেষ খবর
রোনালদোর ছেলেকে স্কোয়াডে রাখলো পর্তুগাল
রোনালদোর ছেলেকে স্কোয়াডে রাখলো পর্তুগাল
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত
সাক্ষ্য দিতে না আসায় দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলাসাক্ষ্য দিতে না আসায় দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সাবেক রেলমন্ত্রীর শ্বশুরবাড়িতে হামলা ভাঙচুর লুটপাট
সাবেক রেলমন্ত্রীর শ্বশুরবাড়িতে হামলা ভাঙচুর লুটপাট
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?