X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ বাড়াতে রাশিয়ার প্রতি আহ্বান ন্যাটোর

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২১, ১৪:০১আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৪:০১

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ বাড়াতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। শুক্রবার জর্জিয়ার প্রেসিডেন্ট সালম জোউরাবিচভিলি-এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ।

এর আগে জো বাইডেনের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন জানায়, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত নিউ স্টার্ট (স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান ট্রিটি) নামক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, ‘নিউ স্টার্ট ট্রিটিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ মনে করেন প্রেসিডেন্ট বাইডেন। রাশিয়ার সঙ্গে এখনকার বাজে সম্পর্কের মধ্যে এই মেয়াদ বাড়ানো আরও জরুরি হয়ে পড়েছে।’

বাইডেন প্রশাসনের এমন বক্তব্যের একদিনের মাথায় শুক্রবার যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রতি সমর্থনের কথা জানায় ন্যাটো। একইসঙ্গে হোয়াইট হাউজের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে চুক্তির মেয়াদ বাড়াতে মস্কোর প্রতি আহ্বান জানান ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ।

জেন্স স্টোলটেনবার্গ বলেন, চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে বাইডেন প্রশাসনের ঘোষণা এবং তাদের সদিচ্ছাকে আমি স্বাগত জানাই। আমাদের একটা চুক্তিহীন পরিস্থিতিতে চলে যাওয়া উচিত নয় যেখানে পারমাণবিক ওয়ারহেডের সংখ্যার ওপর কোনও সীমাবদ্ধতা নেই।

রাশিয়া অবশ্য ইতোপূর্বে পরমাণু চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য একাধিকবার যুক্তরাষ্টকে অনুরোধ জানিয়েছে। তবে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সেই অনুরোধ খারিজ করে দিয়েছেন। শেষের দিকে অবশ্য তিনি চুক্তির মেয়াদ বাড়াতে চাইলেও তখন আর রাশিয়া যুক্তরাষ্ট্রের শর্ত মানতে রাজি হয়নি। তবে বাইডেন ক্ষমতায় আসার পর ক্রেমলিন জানিয়েছে, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ বাড়াতে নতুন মার্কিন প্রশাসন চুক্তি স্বাক্ষরে এগিয়ে এলে মস্কো তাকে স্বাগত জানাবে। সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বশেষ খবর
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
ইমরান খান ও বুশরা বিবিরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী