X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মোহামেডানকে জিততে দেননি এক ব্রাজিলিয়ান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২১, ১৮:১১আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৮:১১

আগে গোল করেও জিততে পারেনি ঐতিহ্যবাহী মোহামেডান। পিছিয়ে পড়েও ব্রাজিলিয়ান জিয়ানকার্লো লোপেজের গোলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে শেখ রাসেল। আজ (রবিবার) প্রিমিয়ার লিগে দুই দলের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের ড্রতে। দিনের অন্য খেলায় মুক্তিযোদ্ধা ১-০ গোলে জিতেছে আরামবাগের বিপক্ষে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জয়ের উপলক্ষ তৈরি হলেও মোহামেডান তা ধরে রাখতে পারেনি। এগিয়ে থেকেও ড্র নিয়ে ছাড়তে হয়েছে মাঠ। বিপরীতে এই ম্যাচ জিতলে শেখ রাসেলের পেতো হ্যাটট্রিক জয়। তবে সন্তুষ্ট থাকতে হয়েছে ১ পয়েন্ট নিয়ে।

আক্রমণ-প্রতিআক্রমণে মোহামেডান-শেখ রাসেল ম্যাচ বেশ জমে উঠেছিল। ১১ মিনিটে সোলেমান দিয়বাতের জোরালো শট গোলকিপার আশরাফুল ইসলাম রানার হাত ছুঁয়ে বাইরে চলে যায়। একটু পর কর্নার থেকে দিয়াবাতের হেড ক্রসবারের ওপর দিয়ে গেলে গোল পাওয়া হয়নি সাদা-কালোদের।

পরের টানা চারটি আক্রমণ শেখ রাসেলের। ২৫ মিনিটে লোপেজের হেড দূরের পোস্ট দিয়ে যায়। পরের মিনিটে ওবিমনেকের জোরালো হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। আর ৩৩ মিনিটে খালেকুরজ্জামানের দুর্বল শট গোলকিপার তালুবন্দী করেন।

একপর্যায়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে মোহামেডান আবারও আক্রমণে উঠে গোল পায়। সোহেল রানার হাতে বল লাগলে পেনাল্টি পায় মোহামেডান। প্রথমার্ধের যোগ করা সময়ে মালির সোলেমান দিয়াবাতে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে এগিয়ে নেন ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটিকে।

বিরতির পর শেখ রাসেল ম্যাচ সমতা ফেরানোর চেষ্টা করে। ৫৬ মিনিটে পায় কাঙ্ক্ষিত গোল। তাদের সমতায় ফেরান লোপেজ। বখতিয়ারের ফ্রি কিকে হেমন্তের মাথা ছুঁয়ে আসা বলে এই ব্রাজিলিয়ান হেড করে জড়িয়ে দেন জালে।

এরপর দুই দল এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও আর গোলের দেখা পায়নি। তাই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ১-০ গোলে হারিয়েছে আরমবাগকে। একমাত্র গোলদাতা মেহেদী হাসান। লাল জার্সিধারীদের এটা প্রথম হার, বিপরীতে আরামবাগের হ্যাটট্রিক হার!

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা