X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জলবায়ু পরিবর্তনে নারী চ্যাম্পিয়নদের না বলা গল্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ০১:৫৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০১:৫৯

জলবায়ু পরিবর্তনের প্রভাব, লিঙ্গ-ভিত্তিক বৈষম্যকে আরও বাড়িয়ে তুলছে যা নারীদের আরও বেশি ঝঁকির মুখে ফেলছে। বেশিরভাগ ক্ষেত্রে, নারী ও মেয়েদের কেবল ‘ভিক্টিম’ হিসেবে চিহ্নিত করা হয়। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক পরিণতির বিরুদ্ধে লড়াইয়ে দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং কমিউনিটি রেসিলিয়েন্স তৈরিতে  সক্রিয় জনগোষ্ঠী হিসেবে পুরুষকেই উপস্থাপন করা হয় এবং বেশিভাগ ক্ষেত্রেই নারীদের সেই লড়াইয়ের চিত্র ফুটে উঠে না।

সম্প্রতি ইউ এন ইউমেন ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট এর যৌথ উদ্যোগে আয়োজিত হয় ‘আনটোল্ড টেলস অফ উইমেন চ্যাম্পিয়নস’ শীর্ষক একটি ভার্চুয়াল আলোচনায় এমন বক্তব্য উঠে আসে।

অধিবেশনটির সভাপতিত্ব করেন সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জলবায়ু ঝুঁকির ফোরামের থিম্যাটিক রাষ্ট্রদূত সায়মা ওয়াজেদ।

 ইউএনইউমেন এই ভার্চুয়াল সংলাপের মাধ্যমে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নারীর শক্তি ও সাফল্য তুলে ধরার চেষ্টা করেছে। অধিবেশনটিতে গ্রামীণ থেকে শহুরে, স্থানীয় থেকে জাতীয়, আঞ্চলিক এবং বিশ্ব স্তরের জলবায়ু পরিবর্তন সংকটের বিরুদ্ধে লড়াইয়ে নারী নেত্রীদের একত্রিত করা হয়েছিল, যেখানে তারা তাদের অনুপ্রেরণামূলক গল্পগুলি পরিবেশন করেন এবং এগিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

অধিবেশনটিতে তৃণমূলের নারী চ্যাম্পিয়নদের ছয়টি অজানা গল্প বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা এবং কুড়িগ্রামের অঞ্চল থেকে প্রকাশিত হয়েছিল। জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করার জন্য তারা ক্লাইমেট প্রোটেস্টর, প্রতিবেদক, দুর্যোগ প্রস্তুতি নেতা, মহিলা উদ্যোক্তা, সংস্কারক ইত্যাদিবহুমুখী ভূমিকা পালন করছেন। তাদের বক্তব্য থেকে এটি উঠে এসেছে যে,আমাদের সমাজে বিদ্যমান লিঙ্গ-বৈষম্য আমাদের তৈরি করা, এটি পূর্বনির্ধারিত ছিল না, সুতরাং নারী-পুরুষের ক্ষেত্রে কোনও অবিচার হওয়া উচিত নয়।

এ বিষয়ে সাইক্লোন প্রস্তুতি কর্মসূচি সাতক্ষীরার ইউনিট লিডার বলেন, ঘূর্ণিঝড় বুলবুল চলাকালীন, আমি একমাত্র মহিলা স্বেচ্ছাসেবক যিনি বিপর্যয়ের মাঝে সমস্ত পুরুষের সাথে বাইরে কাজ করেছি এবং আমি এমনকি প্রতিবন্ধী শিশুদের আমার নিজের কাঁধে নিয়ে আশ্রয় কেন্দ্রে গিয়েছিলাম।

অনুষ্ঠানে সবাই বলেন, নারী যদি সমাজের থেকে যথাযথ সমর্থন না পান তবে উজ্জ্বল ভবিষ্যত এবং প্রতিভা থাকা সত্ত্বেও সে নিজেকে বিকশিত করতে পারে না।নারীদের বিকাশের জন্য প্রয়োজন একটি সক্ষম পরিবেশ কারন একজন নারীর বিকাশ মানে পরিবার, সমাজ এবং একটি গোটা দেশের বিকাশ।

সভায় বক্তব্য রাখেন আইসিসিসিএডি-র পরিচালক অধ্যাপক সালেমুল হক, মানবাধিকার কর্মী খুশি কবির, ইউসিএলের অধ্যাপক ড: মরিন ফোর্ডহ্যাম, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে আশরাফুন্নাহার মিষ্টিসহ অন্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউএন উইমেন বাংলাদেশের অফিসার ইনচার্জ দিলরুবা হায়দার।

 

/জেএ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ