X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনির বাড়ি-অফিসে তল্লাশি

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২১, ১২:৪৪আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১২:৪৪

রাশিয়ার কারাবন্দি বিরোধী নেতা আলেক্সাই নাভালনি-র বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে পুলিশ। বস্তুত অভিযানের নামে বুধবার সেখানে তাণ্ডব চালিয়েছে রাষ্ট্রীয় বাহিনী। ধরে নিয়ে যাওয়া হয়েছে নাভালনি-র ভাইকে।

নাভালনির একাধিক বাড়ি-অফিস এবং তার আত্মীয়দের বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। একটি বাড়িতে নাভালনির ভাই ছিলেন। অন্যটিতে ছিলেন তার স্ত্রী। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, লাথি মেরে দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে পুলিশ।

নাভালনির স্ত্রী উইলিয়া তার আইনজীবীকে ফোন করে ঘটনাস্থলে ডেকে নেন। ওই আইনজীবী ডয়চে ভেলে-কে জানিয়েছেন, পুলিশ তাকে ভিতরে ঢুকতে দেয়নি। রাশিয়ার আইন অনুযায়ী যা সম্পূর্ণ বেআইনি। নাভালনির ভাই ওলেগও একই অভিযোগ করেছেন।

এদিন নাভালনির বাড়ির পাশাপাশি তার একাধিক অফিসেও অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। রাশিয়ার বিরোধীদলীয় নেতার কার্যালয় মূলত দুর্নীতির বিরুদ্ধে কাজ করে। দেশটির প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতি নিয়ে একাধিক রিপোর্ট তৈরি করেছে নাভালনির দফতর। সম্প্রতি তারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি প্রাসাদের সন্ধান দিয়েছেন। কৃষ্ণসাগর সংলগ্ন ওই প্রাসাদ দুর্নীতির টাকায় কেনা বলে রিপোর্টে উল্লেখ করা হয়।

ভ্লাদিমির পুতিন বা তার প্রশাসন অবশ্য সে বিষয়ে কোনও মন্তব্য করেনি। বিষয়টি নিয়ে রাশিয়ায় প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এদিন নাভালনির প্রতিটি অফিসেই তল্লাশি চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযানের নামে অফিসগুলো থেকে বহু নথি সরিয়ে নিয়েছে পুলিশ।

গত সপ্তাহেই রাশিয়ায় স্মরণকালের বৃহৎ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নাভালনির গ্রেফতারের প্রতিবাদে রাজপথে নামে হাজার হাজার মানুষ। দেশটির প্রায় শখানেক‌ এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে চার হাজারেরও বেশি আন্দোলনকারীকে গ্রেফতার করে পুলিশ। তাতেও প্রতিবাদ থামেনি। মস্কোয় প্রায় প্রতিদিনই বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এর মধ্যেই বুধবার নাভালনি-র বাসা ও অফিসে পুলিশের তাণ্ডবের ঘটনায় উত্তাপ আরও বাড়বে বলে প্রতীয়মান হচ্ছে।

এদিকে প্রথম দিকেই নাভালনির নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ পশ্চিমা দেশগুলো। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জানিয়েছেন, নাভালনিকে মুক্তি না দিলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার রাস্তায় হাঁটবে জার্মানি। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও রুশ প্রেসিডেন্টকে এ বিষয়ে সতর্ক করেছেন। কিন্তু রাশিয়া এখনও পর্যন্ত অবস্থান বদল করেনি। নাভালনির মুক্তির বদলে বরং বাসা-অফিস ও স্বজনদের বাড়িতে তল্লাশির নামে তাণ্ডব চালিয়েছে নিরাপত্তা বাহিনী। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
স্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!