X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

দিল্লি সীমান্তে কৃষকদের তাঁবুতে হামলা, পুলিশ আহত

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২১, ১৭:১১আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১৭:১১
image

কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে বিক্ষোভরত কৃষকদের তাঁবুতে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে দিল্লি-হরিয়ানা সীমান্তের সিঙ্ঘুতে কৃষকদের তাঁবুতে পাথর নিক্ষেপ এবং ভাঙচুর চালায় প্রায় দুইশ মানুষের একটি গ্রুপ। এই হামলার সময়ে তলোয়ারের আঘাত পেয়েছেন এক পুলিশ সদস্য। হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ ব্যবহার করেছে পুলিশ। বিক্ষোভকারী কৃষকেরা শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের দাবিতে গত দুই মাস ধরে বিক্ষোভরত কৃষকেরা ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ট্রাক্টর র‍্যালির আয়োজন করে। হাজার হাজার কৃষক দিল্লি অভিমুখে র‍্যালি নিয়ে রওনা দিলে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ওই সংঘাতের জন্য কৃষকদের দায়ী করে তাদের দিল্লি সীমান্ত থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যেতে অনড় রয়েছেন কৃষকেরা।

সিঙ্ঘু সীমান্তে দুপুর বেলা হঠাৎ করে কৃষকদের অবস্থানের মধ্যে কয়েক মানুষের কিভাবে ঢুকে পড়লো তা এখনও স্পষ্ট নয়। যদিও কৃষকদের অবস্থানের চারপাশেই কড়া পুলিশ প্রহরা রাখা হয়েছে। ঢুকে পড়া মানুষেরা কৃষকদের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে তাদের সরে যাওয়ার দাবি জানায়। পরে উভয় পক্ষ পরস্পরের দিকে পাল্টাপাল্টি পাথর নিক্ষেপ করে। পাল্টাপাল্টি হামলার সময়ে পুলিশ সদস্যদের দূরে অবস্থান করতে দেখা গেছে।

সিঙ্ঘু সীমান্তে সংঘর্ষের সময় কৃষক বিক্ষোভের অন্য দুই কেন্দ্র তিকরি এবং উত্তর প্রদেশে গাজিপুর সীমান্তেও তীব্র উত্তেজনা দেখা গেছে। এই দুটি স্থানেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিঙ্ঘু সীমান্তে কৃষকদের ওপর হামলার কিছুক্ষণ পর তিকরিতেও একই ধরনের ঘটনার খবর পাওয়া গেছে।

/জেজে/
সম্পর্কিত
ইরানি প্রেসিডেন্ট রাইসির বিষয়ে নরেন্দ্র মোদির উদ্বেগ
লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট কাল
বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
‘দরিদ্ররা সরকারি স্বাস্থ্যসেবার ২০ শতাংশও ভোগ করতে পারে না’
‘দরিদ্ররা সরকারি স্বাস্থ্যসেবার ২০ শতাংশও ভোগ করতে পারে না’
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ