X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

প্রথম নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ

উদিসা ইসলাম
০১ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০০

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ১ ফেব্রুয়ারির ঘটনা।)

স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন প্রতিযোগিতার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড মনোনীত প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা এই দিনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সন্ধ্যায় গণভবনে আহুত এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান তিন শ’ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৯৯ জন দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।

বাকেরগঞ্জ -৪ আসনে প্রার্থীর নাম অমীমাংসিত থাকায় এই আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তবে দলীয় প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরে এই আসনের জন্য মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করবেন বলে জিল্লুর রহমান জানান। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে মোল্লা জালাল উদ্দিন ছাড়া বঙ্গবন্ধুসহ মন্ত্রিসভার সব সদস্য মনোনয়ন লাভ করেন।

প্রথম নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ

তিন আসনে বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার দুটি ও ফরিদপুর জেলার গোপালগঞ্জের একটি আসনসহ মোট তিনটি আসনের মনোনয়ন লাভ করেন। ঢাকায় বঙ্গবন্ধু সূত্রাপূর ও গুলশান নির্বাচনি এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়। অসুস্থতার কারণে মনোনয়ন প্রত্যাহার করেন মন্ত্রিসভার এক সদস্য।

এ ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের একজন সহ-সভাপতি এবং সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক ছাড়া দলের কর্মকর্তা সাবেক ছাত্রনেতা শ্রমিক নেতা এবং কয়েকজন বিশিষ্ট সাংবাদিক আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন।

 

রবিবারও সংশ্লিষ্ট অফিস খোলা

১৯৭৩ সালের ৫ ফেব্রুয়ারি সংসদের সাধারণ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করার শেষ তারিখ ধার্য হওয়ায় প্রার্থী কিংবা তাদের প্রতিনিধিদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার জন্য ৪ ফেব্রুয়ারি রবিবার অফিস খোলা থাকবে বলে জানানো হয়। খোলা রাখা হবে নির্বাচন কমিশন কর্তৃক রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত অতিরিক্ত ডেপুটি কমিশনার, ডেপুটি কমিশনার, জেলা প্রশাসক, সহকারী রিটার্নিং অফিসারসহ সকল নির্বাচনি অফিস।

প্রথম নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ

অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রী বেতন মওকুফ

সরকারের অনুমোদিত সকল বিদ্যালয়ের অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রীদের বেতন মওকুফ করা হয়। এই ব্যবস্থা ১৯৭৩-এর জানুয়ারি থেকে কার্যকর করা হবে বলেও ঘোষণায় উল্লেখ করা হয়। অবৈতনিক শিক্ষাব্যবস্থা প্রবর্তনে সরকারি নীতির প্রথম পদক্ষেপ এটি। শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য সকল বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

বিদ্যালয়ের বেতন মওকুফের ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বলেন, যে সকল বিদ্যালয়ে সহশিক্ষা চালু রয়েছে সেখানেও অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রীদের বেতন দিতে হবে না। বেতন মওকুফের জন্য বিদ্যালয়গুলোর যে ক্ষতি হবে তা পূরণের জন্য সরকার খুব শিগগিরই ২০ লক্ষ টাকা মঞ্জুর করবে বলেও তিনি জানান।

১০ লক্ষ টন খাদ্য আমদানির চূড়ান্ত ব্যবস্থা সম্পন্ন

বাংলাদেশ সরকার চলতি সালের খাদ্য ঘাটতি পূরণে ১০ লক্ষাধিক টন খাদ্যশস্য সংগ্রহের ব্যবস্থা চূড়ান্ত করে। চলতি সালে খাদ্য ঘাটতির পরিমাণ ধরা হয় ২৫ লক্ষ টন থেকে ২৮ লক্ষ টন। পরিকল্পনা কমিশন সূত্রে উপরোক্ত তথ্য প্রকাশ করে বলা হয় যে, ১০ লক্ষ টন চালের সবটাই এ বছরের এপ্রিলের আগে বাংলাদেশে পৌঁছাবে। ঘাটতির বাকি অংশ খাদ্য উদ্বৃত্ত দেশগুলো থেকে এবং নগদ অর্থের মাধ্যমে সংগ্রহের ব্যবস্থা করা হচ্ছে।

কর্মহীন মুক্তিযোদ্ধাদের মাসোহারা

কর্মহীন পঙ্গু মুক্তিযোদ্ধাদের প্রত্যেককে মাসে ৭৫ টাকা করে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়। ১৯৭৩ সাল বছরজুড়ে এই সাহায্য অব্যাহত থাকবে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পগুলোর মধ্যে আন্তর্জাতিক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুত কারখানা অন্যতম। পুনর্বাসনমন্ত্রী এইচ এম কামরুজ্জামান এই দিনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান। মাসখানেক আগে শিল্প ও বাণিজ্য সংস্থা নিয়ে যে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়, কামরুজ্জামান সেটার লক্ষ্য-উদ্দেশ্য এবং কর্ম তৎপরতা সম্পর্কে সাংবাদিক সম্মেলনে আলোচনা করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পুনর্বাসনের দায়িত্ব জাতিকে নিতে হবে। এ দায়িত্ব আমাদের জাতীয় দায়িত্ব। তিনি বলেন, কল্যাণ ট্রাস্ট মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে যুদ্ধাহত যারা, তাদের পুনর্বাসন করবে। যাতে তারা সমাজের বোঝা হয়ে থাকতে বাধ্য না হয়।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় বিশাল জমায়েত করে সরকার কাছ থেকে প্রাপ্য বুঝে নেওয়া হবে: নাহিদ ইসলাম
ঢাকায় বিশাল জমায়েত করে সরকার কাছ থেকে প্রাপ্য বুঝে নেওয়া হবে: নাহিদ ইসলাম
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৫)
কিংয়ের ৭৫ রানের পর সিলসের আঘাতে চাপে অস্ট্রেলিয়া
কিংয়ের ৭৫ রানের পর সিলসের আঘাতে চাপে অস্ট্রেলিয়া
আল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ফ্লুমিনেন্স
ফিফা ক্লাব বিশ্বকাপআল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ফ্লুমিনেন্স
সর্বাধিক পঠিত
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব