X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

শাশ্বত-সাদিয়া: বিজ্ঞাপন থেকে নাটকে যেভাবে

সুধাময় সরকার
০১ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৪

সিনেমায় আগে অনেক হতো। এখনও মাঝে মাঝে হয়। সেটা হলো দর্শকদের নতুন মুখ বা নতুন জুটি উপহার দেওয়ার কালচার।

নাটকে এই চর্চা ততটা ধারাবাহিক ছিল না কখনও। এখানে অভিনয়ের ধারাবাহিকতার মধ্য দিয়েই জনপ্রিয়তা পেয়েছেন শিল্পীরা। যদিও এই বৈশ্বিক সময়ে এসে বিস্ময়করভাবে টিভি নাটক আটকে গেছে গুটিকয় জুটি প্রথায়! ফলে, টিভি নাটকে তৈরি হয়েছে অভিনয় শিল্পী ইস্যুতে সীমাবদ্ধতা।

সেই সংকটের বিপরীতে অনেকটা একাই দাঁড়ালেন তরুণ নির্মাতা সেতু আরিফ। এরপর ক্যামেরার সামনে দাঁড় করালেন নতুন দুটো মুখ। যারা আগে কখনও টিভি নাটকে নিজেদের মুখ দেখাননি অথবা সুযোগ পাননি। নাম শাশ্বত দত্ত ও সাদিয়া এস আয়মান।

শাশ্বত-সাদিয়া দুজনেই বেশ কিছু বিজ্ঞাপন তরঙ্গে ভেসেছেন আলাদা পণ্যের হয়ে। দুজনকে এক করে সেতু আরিফ বানালেন নাটক ‘কবি+কুসম’।

মফস্বলের দুটো তরুণ-তরুণীর প্রথম প্রেমের ন্যাচারাল আবহ তুলে আনার চেষ্টা ছিল এখানে। যার শুটিং শেষ হয়েছে সম্প্রতি। চলছে সম্পাদনার কাজ। প্রস্তুতি বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) টিভি তারকা-মহাতারকাদের বিগ বাজেটের নাটকের ভিড়ে এই নতুন জুটিকে উপহার হিসেবে দর্শকদের হাতে তুলে দেওয়া। মাধ্যম চ্যানেল নাইন ও একটি ইউটিউব চ্যানেল। তথ্যগুলো জানালেন নির্মাতা।

সেতু আরিফ বলেন, ‘প্রচলিত বা প্রতিষ্ঠিত কাস্টিং-কনসেপ্টের বাইরে এই মুহূর্তে কাজ করা মুশকিল। এবং একদম নতুন জুটি এক্সপ্লোর করা খুবই ঝুঁকিপূর্ণ। তারপরও আমি একটা নতুন জুটিকে তুলে ধরার চেষ্টা করেছি। টিভি নাটকে একদম নতুন হিসেবে শাশ্বত ও সাদিয়া দুজনেই ভালো করেছে। সামনের সময় তারা আরও ভালো করবে, সেই আস্থা আমার আছে। আজ আর নাটকের গল্প নিয়ে নাইবা বলি।’

ফ্যাক্টর থ্রি সলুশনস-এর প্রযোজনায় এ নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, শেলী আহসান, এমএনইউ রাজু, জেরিন খান রত্না, উজ্জ্বল মাহমুদ, মুক্তো প্রমুখ।

অভিষেক অভিনেত্রী সাদিয়া এস আয়মান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জীবনের প্রথম নাটক। ২০১৯-এ আমি এই জগতে আসি। দুই বছর টিভিসি করলাম। অবশেষে সেতু ভাই আমাকে ডেকে এনে নাটকের কাজটি দিলেন। শুরুতেই প্রধান চরিত্র পেলাম। এটাও আমার জন্য সৌভাগ্যের বিষয়। সবার কাছে দোয়া চাই। নাটকটি দেখে অবশ্যই প্রতিক্রিয়া জানাবেন।’

সেতু আরিফ নাটকে সাদিয়ার নায়ক শাশ্বত দত্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এরমধ্যে প্রায় ৪৫টি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। নাটকে প্রথম অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, ‘অসাধারণ অভিজ্ঞতা কাজটি করে। শুধু আমার না, সহশিল্পী সাদিয়ারও এটি প্রথম নাটক! জানতে পেরে মজাই পেলাম। ফলে নাটকে প্রথম হিসেবে দু’জনে বেশ উৎসাহ নিয়ে কাজটি করি। সবার ভালো সাপোর্ট পাই। নির্মাতা সেতু ভাইয়ের সাহস ও সহযোগিতা তো সবার আগে সবচেয়ে বেশি ছিল। কারণ, তিনি আমাকে ডেকে এনে কাজটি করার সুযোগ দিলেন। যেটার জন্য আমি প্রস্তুতই ছিলাম না। অথবা ভাবিনি, এভাবে কেউ ঘর থেকে ডেকে নাটকের কাজ দেবেন। এ জন্য আমি কৃতজ্ঞ। তবে সবই সার্থক হবে, নাটকটি যদি দর্শকদের ভালো লাগে। আছি সেই অপেক্ষায়।’

মফস্বলের দু’জন ছেলেমেয়ের পরিচিত প্রেমের গল্পের প্লট নিয়েই ‌‘কবি+কুসুম’ নাটকের গল্প। ছেলেটির নাম কবির আর মেয়েটির নাম কুসুম। তাদের প্রেমের কথা গ্রামের সবাই জানে। কিন্তু সংকট হয় কবির ও কুসুমের পরীক্ষার রেজাল্টের পর। কবির এইচএসসি পাস করলেও কুসুম ফেল করে! গ্রাম ও পরিবারের কাছে কুসুমের এই ফেলের কারণ হয়ে দাঁড়ায় কবিরের প্রেম!

শেষ নয়, মূল গল্পটা এখানেই শুরু। প্রেম আর বিচ্ছেদ গলাগলি করে এগিয়ে যায় গ্রাম থেকে শহরের পথে- শাশ্বত ও সাদিয়ার ছায়া ধরে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি