X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বোমা মেরে দেশের উন্নয়ন করা যায় না: সংস্কৃতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
১১ আগস্ট ২০১৬, ২১:১৫আপডেট : ১১ আগস্ট ২০১৬, ২২:০৩


বোমা মেরে দেশের উন্নয়ন করা যায় না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে, তখন এক শ্রেণির মানুষ ইসলামের নামে জঙ্গি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারী শহরের বড়মাঠে জেলা প্রশাসনের সহযোগিতায় সামাজিক বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ দফতরের আয়োজনে সাতদিনব্যাপী আয়োজিত বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আসাদুজ্জামান নূর বলেন, একজন প্রকৃত ধার্মিক কখনও ধর্মের নামে আরেকজন মানুষকে ঠাণ্ডা মাথায় খুন করতে পারে না। পিস্তল, বন্দুক, বোমা মেরে ইসলাম কায়েম করা যায় না। ইসলাম শান্তির ধর্ম। মানুষ হত্যা করে ধর্ম প্রচার ইসলাম সমর্থন করে না। আজ যারা মানুষ হত্যা করছে, তারা ইসলামের অনুসারী নয়।  
সংস্কৃতিমন্ত্রী বলেন, গাছ আমাদের জীবনের উপকারী বন্ধু। জীবন রক্ষার জন্য ওষুধ তৈরিতেও গাছের বিকল্প নেই। তাই পৃথিবীর অনেক দেশ এখন ভেষজ চিকিৎসার দিকে এগিয়ে যাচ্ছে। যার প্রধান জোগান গাছ থেকে আসে।

রংপুর বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলামের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক জাকীর হোসেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পুলিশ সুপার জাকির হোসেন খাঁন, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী কৃষি বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আফতাব হোসেন, রংপুর সামাজিক বনায়নের সহকারী বন সংরক্ষক প্রাণতোষ চন্দ্র রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীলফামারী কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা।

জেলা প্রশাসক জাকীর হোসেন বলেন, ফল, ফুল, ছায়া, অক্সিজেন, ওষুধ, কাঠ, জৈবসারসহ একটি গাছ থেকে আমরা যা পাই তার আর্থিক মূল্য দাঁড়ায় ৪০ লাখ। তাই আমাদের প্রত্যেকের উচিত গাছ লাগানো।

এর আগে মন্ত্রী মেলার প্রধান ফটকের ফিতা কেটে ভেতরে প্রবেশ করেন। বক্তব্য শেষে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে বিভিন্ন গাছের চারার স্টল পরিদর্শন করেন।

উল্লেখ্য, মেলায় বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারার ১১৬ টি স্টল স্থান পায়।

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওএমএস বিতরণে গাফিলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
ওএমএস বিতরণে গাফিলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতির ভিডিও ভাইরাল
তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতির ভিডিও ভাইরাল
দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
টিআইবির বিশ্লেষণদ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
বাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
স্মরণে কলিম শরাফীবাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?