X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

শেখ হাসিনার ডাকে জঙ্গি নির্মূলে জাতি ঐক্যবদ্ধ: কৃষিমন্ত্রী

শেরপুর প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৫

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার ডাকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে। জনগণ আজ বিএনপি-জামায়াতের জঙ্গিদের উসকে দেওয়ার রাজনীতি প্রত্যাখ্যান করেছে।
শুক্রবার নিজের নির্বাচনি এলাকা নকলার  বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণকালে তিনি এ কথা বলেন।পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে  ১১ হাজার ৬০১ জন দুস্থ নারী ও পুরুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনার সরকার বিনামূল্যে বই বিতরণ করে শিক্ষার্থী এবং অভিভাবকদের সুবিধা করে দিয়েছেন। এছাড়া, বয়স্কভাতা, বিধবাভাতা ও শীতবস্ত্র দেওয়াসহ গরিব মানুষকে বিভিন্ন ধরনের  সহায়তা দিচ্ছে সরকার।
তিনি বলেন, দেশি ও বিদেশি নানা ষড়যন্ত্রকে মোকাবিলা করে এবং নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই বিএনপি-জামায়াত উগ্রমৌলবাদীদের উসকে দিয়ে দেশে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। জনগণ বিএনপি-জামায়াতের জঙ্গিদের উসকে দেওয়ার রাজনীতি প্রত্যাখ্যান করেছে।
কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার দেশকে দারিদ্র্যমুক্ত করতে দেশের হতদরিদ্রদের জন্য খাদ্য নিরাপত্তা কর্মসূচি চালু করেছেন। ওই কর্মসূচির আওতায় সারা দেশে ৫০ লাখ মানুষকে ১০ টাকা কেজি মূল্যে প্রতিমাসে মাথাপিছু ৩০ কেজি করে চাল বিতরণের কাজ শুরু হয়েছে। আগামী ৫ মাস এ কর্মসূচি চালু থাকবে।
ভিজিএফের চাল বিতরণকালে কৃষিমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আব্দুল হালিম, নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ স্থানীয় প্রশাসন ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন। 

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দলীয় প্রভাব বিস্তারের অভিযোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন
দলীয় প্রভাব বিস্তারের অভিযোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন
রাশিয়া-চীন বাণিজ্য নিয়ে পুতিন-শির বৈঠক
রাশিয়া-চীন বাণিজ্য নিয়ে পুতিন-শির বৈঠক
বেনাপোলে পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
বেনাপোলে পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!