X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

দুর্গাপূজায় নতুন সাজে বরিশাল

বরিশাল প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৬, ২০:১৫আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ২১:১৮

দুর্গাপূজায় নতুন সাজে সেজেছে বরিশাল সারা দেশের মতো বরিশালেও শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উপলক্ষ্যে বাহারি রংয়ের আলোয় নতুন সাজে সেজেছে পুরো বরিশাল নগরী।

শুক্রবার সকাল ৯টা ৪৯ মিনিটে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা দিয়ে অনুষ্ঠানমালা শুরু হয়। এরপর থেকেই মন্দিরে ঢাকের বাজনার পাশাপাশি চলছে ধর্মীয় গান ও পূজা অর্চনা।

শুক্রবার সকাল থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও গতকাল বৃহস্পতিবার পঞ্চমীর দিন সন্ধ্যার পর মণ্ডপগুলোর আলোকসজ্জায় আলোকিত হয়ে উঠে পুরো নগরী। যা দেখতে পুজোর আগেই ভিড় করে বিনোদনপ্রেমী মানুষ।

জানা গেছে, প্রতিবার এক ধরনের লাইটিং বা আলোকসজ্জা করা হলেও এবার কিছুটা পরিবর্তন করা হয়েছে। নতুন কিছু লাইট এবং আলোকসজ্জার জিনিস যুক্ত করা হয়েছে বরিশালের পূজা মণ্ডপে।

বরিশাল শ্রী শ্রী শংকর মঠে আলোকসজ্জায় নিয়োজিত থাকা খোকন মুহুরী জানান, ‘পূজা শুরুর ৩ মাস আগেই ভারত থেকে মালামাল এনে কাজ শুরু করা হয়। তবে এক মাস আগে মণ্ডপের কাজ শুরু হয়। পাশাপাশি লাইটের গেট গুলোতেও আনা হয়েছে ভিন্নতা। দূর্গা পূজায় শুধু মণ্ডপ নয়, সংলগ্ন এলাকগুলোকেও ঢেকে দেওয়া হয়েছে আলোকসজ্জার বাহারী সাজে।’

দুর্গাপূজায় নতুন সাজে সেজেছে বরিশাল নগরীর রামকৃষ্ণ মন্দিরে আলোকসজ্জায় নিয়োজিত নন্দ কুণ্ড বলেন, ‘প্রতিবারে সচরাচর লাইট দিয়ে কাজ করা হলেও, এবারে ভিন্নতা রয়েছে কাজে। আশা করি দর্শনার্থীদের বিনোদন দিতে পাররে আমাদের এবারের আলোকসজ্জা।’

প্রতিবারে শংকর মঠের আলোকসজ্জা শ্রেষ্ঠর তালিকায় থাকলেও এবারের আলোকসজ্জায় ভালো ধরনের ভিন্নতা এসেছে নগরীর কালিবাড়ি রোডের পাষানময়ী কালিমাতার মন্দিরের পূজা মণ্ডপ। তাই সেখানেও ভিড় করছেন দর্শনার্থীরা।

পাষানময়ী কালিমাতার মন্দির পূজা কমিটির সাধারণ সম্পাদক প্লাবন সাহা জানান, ‘পূজা শুরু না হলেও আলোকসজ্জার ভ্যালকিতে পঞ্চমী থেকেই ভিড় করছেন দর্শনার্থীরা। ফলে আলোকসজ্জা নিয়ে আমরা নিজেরাও উচ্ছসিত।’

এ ব্যপারে বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র দে নারু বলেন, ‘প্রতিবারেই জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ আসে বরিশাল নগরীর পূজা উপভোগ করতে। যার মূল বিশেষত্ব হল মণ্ডপগুলোর আলোকসজ্জা। যা এবারেও অনেক স্বাচ্ছন্দ্য সৃষ্টি করবে মণ্ডপগুলোতে।’

দুর্গাপূজায় নতুন সাজে সেজেছে বরিশাল নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করতে মণ্ডপে যাচ্ছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সায়েদুর রহমান, উপ পুলিশ কমিশনার গোলাম রউফ, মুখপাত্র সহকারী কমিশনার ফরহাদ সরদার, সহকারী কমিশনার আজাদ রহমান প্রমুখ।

এবছর বরিশাল নগরীতে পূজা মণ্ডপের সংখ্যা ৩৫টি এবং মেট্রোপলিটন এলাকায় এ সংখ্যা ৬৬টি। বরিশাল জেলায় ৫৭৩টি ও বিভাগে ১৫৪৫টি। এর মধ্যে ঝলকাঠিতে ১৭২, পটুয়াখালীতে ১৭৭, ভোলায় ৯৬, বরগুনায় ১৪৩ এবং পিরোজপুরে ৪৬২টি পূজামণ্ডপ রয়েছে।

বিভাগের পূজামণ্ডপগুলোর মধ্যে সাধারণ ৪৯৫টি, গুরুত্বপূর্ণ ৫০৫টি এবং অধিক গুরুত্বপূর্ণ ৫৪৫টি।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা