X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রাবি’র ভর্তি পরীক্ষায় ডিভাইসসহ আটক ১

রাবি প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৬, ০৪:১২আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ০৪:১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত ৯টার দিকে প্রক্টর দফতরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশে দেওয়া হয়। আটক আশিক আহমেদ মোবাইল ফোনে বিশেষ ডিভাইস ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি হলের বাইরে পাঠানোর চেষ্টা করেছিল।

আশিক বগুড়ার শাজাহানপুর থানার মাঝিরা গ্রামের বাসিন্দা। তিনি বগুড়ার আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ‘এইচ’ ইউনিটের দ্বিতীয় শিফটে (প্রকৌশল অনুষদের) জোর রোল নম্বরধারীদের পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়।

উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান সাংবাদিকদের বলেন, ‘আশিক শার্টের ভেতর বিশেষ কায়দায় মুঠোফোন বুকের সঙ্গে বেঁধে রাখে। শার্টের পটের একটা অংশে ছিদ্র রয়েছে। সেই ছিদ্র শার্টেরই বাড়তি অংশ দিয়ে ঢেকে রাখা যায়। শার্টের ওই ছিদ্রের সঙ্গে ফোনের ক্যামেরা সেট করে আশিক। শার্টের পকেটের কাছের ওই অতিরিক্ত অংশ সরালেই সামনে থাকা প্রশ্নপত্র দেখা যায়। আশিকের ফোনের সঙ্গে হেডফোন আকৃতির তার লাগানো ছিলো। ওই তারের একটা অংশে বাটন আছে। আর সে বাটন তার পকেটে থাকতো। বাটনে একটা চাপ দিলে ক্যামেরা চালু হয়। দ্বিতীয় চাপে ছবি ওঠে। আর তৃতীয় চাপে ওই ছবি নির্দিষ্ট ঠিকানায় চলে যায়। এভাবে আশিক তিন চাপে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের ছবি বাইরে জালিয়াতি চক্রের কাছে পাঠানোর চেষ্টা করছিলো।’

তিনি আরও বলেন, ‘তার কাজই হচ্ছে জালিয়াতি চক্রের কাছে ছবি পাঠানো। আর ওই জালিয়াতি চক্র হয়তো প্রশ্নপত্রের সমাধান করে অন্য পরীক্ষার্থীদের কাছে উত্তর পাঠানোর চেষ্টা করতো। কিন্তু আমরা তাকে ধরে ফেলি। ওই চক্রটি ধরার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। এছাড়া আশিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

উপ-উপাচার্য জানান, আশিক বিভিন্ন নাম ব্যবহার করে চারটি ইউনিটের ফরম তোলে। কিন্তু সে প্রত্যেক ফরমে একই ছবি ব্যবহার করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ কায়দায় একাধিক ফরম পূরণকারী কয়েকজন শিক্ষার্থীকে আগে থেকেই শণাক্ত করেছিল। ওইসব শিক্ষার্থীকে ধরার জন্য পরীক্ষার হলে নজরদারি রাখা হয়েছিল। তাদের কাউকেই পরীক্ষায় অংশগ্রহণ করতে দেখা যায়নি। কিন্তু আশিক পরীক্ষায় অংশগ্রহণ করলে তাকে ডিভাইসসহ আটক করা হয়।

/এআরএল/

আরও পড়ুন: 

সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগ বিলুপ্ত

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
গাজীপুরে দুর্ঘটনার পর ট্রেন চলাচল শুরু
গাজীপুরে দুর্ঘটনার পর ট্রেন চলাচল শুরু
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ