X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সারিয়াকান্দি পৌরভবনে যুবলীগ নেতার তালা!

বগুড়া প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৬, ০৯:৫১আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ০৯:৫৫

সারিয়াকান্দি পৌরভবনে যুবলীগ নেতার তালা!

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা ভবনে তালা লাগিয়ে দিয়েছেন স্থানীয় যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ। তিনি ওই ভবনটির মালিকও। চুক্তির শর্ত অমান্য করে যুবলীগ নেতা ভবনে তালা লাগিয়েছেন বলে অভিযোগ করেছেন মেয়র। চারদিন ধরে পৌরভবন তালাবদ্ধ থাকায় সব নাগরিক সেবা বন্ধ রয়েছে। ফলে জন্মনিবন্ধন, নাগরিক, ওয়ারিশান সনদ ও ট্রেড লাইসেন্স নিতে এসে ফিরে যাচ্ছেন লোকজন।

সারিয়াকান্দি পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে ৫০ হাজার টাকা অগ্রিম দিয়ে দু’বছরের চুক্তিতে মাসিক ৮ হাজার টাকায় ভবনটি ভাড়া নেওয়া হয়। ভবন মালিক মাসুদ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে ভবন থেকে কর্মকর্তা-কর্মচারিদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে পৌরবাসী সেবা থেকে বঞ্চিত রয়েছেন।

মেয়রের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য আবদুল মান্নানের উসকানিতেই যুবলীগ নেতা মাসুদ পৌরভবনে তালা দিয়েছেন। তিনি এ ব্যাপারে শিগগিরই আইনের আশ্রয় সেবেন।

পৌরসভার হিন্দুকান্দি এলাকার আবুল কালাম বলেন, ছেলেকে স্কুলে ভর্তির জন্য জন্মনিবন্ধন সনদ নিতে এসে ফিরে গেছেন।

সারিয়াকান্দি বাজারের ব্যবসায়ী আশরাফ আলী, রফিকুল ইসলাম বলেন, তাদের ট্রেড লাইসেন্স প্রয়োজন। কিন্তু পৌরসভা বন্ধ থাকায় তা সম্ভব হচ্ছে না।

পৌরসভার ওয়ার্ক অ্যাসিসটেন্ট নাজমুল হুদা জানান, সামনে বাচ্চাদের স্কুলে ভর্তির জন্য জন্মনিবন্ধন ও চাকরির জন্য অনেকের নাগরিক সনদ প্রয়োজন। কিন্তু ভবনে তালা থাকায় কোনও সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এ ঘটনায় পৌরবাসী ক্ষুব্ধ।

সারিয়াকান্দি উপজেলা যুবলীগ নেতা ও ভবন মালিক মাসুদ বলেন, ‘ভবনটি ২-৩ মাসের জন্য ভাড়া নেওয়া হয়েছিল। বারবার বলার পরও মেয়র পৌর কার্যালয় অন্যত্র সরিয়ে নেননি। ভাড়াটিয়ে রাখবো না, তাই তালা দিয়ে দিয়েছি। এখানে এমপি বা অন্য কারও উসকানি নেই।’

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ৪ নভেম্বরে সারিয়াকান্দি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। নিজস্ব ভবন না থাকায় ভাড়া ভবনে পৌরসভার কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত বছরের ৩০ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আলমগীর শাহী সুমন মেয়র নির্বাচিত হন। সম্প্রতি ভবন নির্মাণের জন্য জায়গা কেনা হয়েছে।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম