X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে চলন্ত ট্রেনে আগুন, লাফিয়ে পড়ে শতাধিক যাত্রী আহত

গাজীপুর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৬, ২৩:২০আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ২৩:২৩

গাজীপুরে ট্রেনে আগুন গাজীপুরে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে পড়লে নারী ও শিশুসহ শতাধিক যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে গাজীপুরে কালীগঞ্জের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। স্থানীয় রেল কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।
ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনটি গাজীপুরের টঙ্গী ও পূবাইল স্টেশন অতিক্রম করে বিকাল ৫টার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথে গাজীপুরের কালীগঞ্জ আড়িখোলা স্টেশনের আউটার সিগন্যাল দড়িপাড়া এলাকায় এসে পৌঁছায়। এ সময় ওই চলন্ত ট্রেনের ‘খ’ ও ‘গ’ বগির মাঝখানে হঠাৎ আগুন লেগে ধোঁয়ার সৃষ্টি হয়। এতে পুরো ট্রেনটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
এ সময় আতঙ্কিত হয়ে নারী ও শিশুসহ যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে বেরিয়ে আসতে থাকেন। যাত্রীদের চিৎকার ও হুড়োহুড়ির এক পর্যায়ে ট্রেনটি আড়িখোলা স্টেশনের আউটার সিগন্যালের কাছে এসে থেমে যায়। স্থানীয়রা জানায়, আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে নারী ও শিশুসহ শতাধিক যাত্রী আহত হয়েছেন। তবে ট্রেনের গতি কম থাকায় যাত্রীদের কেউ গুরুতর আহত হননি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুস সাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন তারা।’
কালীগঞ্জ রেল স্টেশনের মাস্টার দীলিপ চন্দ্র দাস বলেন, ‘চলন্ত ট্রেনের দুটি বগির মাঝখানের সংযোগে প্লাস্টিকের পাইপে আগুন ধরে যায়। এতে ট্রেনটি দড়িপাড়া এলাকায় এসে থেমে যায়। এ সময় আতঙ্কিত হয়ে কিছু যাত্রী ট্রেন থেকে মাটিতে লাফিয়ে পড়েন। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।’ সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ট্রেনটি পুনরায় নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে বলে জানান তিনি।

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ