X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বরিশালে টাকার বিনিময়ে নতুন বই বিতরণের অভিযোগ

বরিশাল প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৭, ০৯:২৩আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ০৯:২৩

বরিশাল বরিশালের জেলার আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় মাধ্যমিক ও প্রাইমারি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে টাকার বিনিময়ে  নতুন বই বিতরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, আগৈলঝাড়ার রাজিহার মাধ্যমিক বিদ্যালয় ও বাকাল নিরাঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলে বই উৎসবের সময় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে বিভিন্ন অজুহাতে ৪ থেকে ৫শ’ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে।

তবে ওই টাকার কোনও রশিদ দেওয়া হয়নি। যেসব শিক্ষার্থী বই উৎসবের দিন টাকা নিয়ে আসতে পারেনি তাদের ক্লাসের অর্ধেক বই দেওয়া হয়। পরে টাকা পরিশোধের পর তাকে বাকি বই দেওয়া হয়। এছাড়াও শিক্ষা অফিসের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে স্কুলগুলো পুরাতন বইও জমা নেওয়া হয়েছে।

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুনিল কুমার বাড়ৈ জানান, ‘বই উৎসবের দিন শিক্ষার্থীদের কাছ থেকে কোনও টাকা নেওয়া ঠিক না।’

রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জল কুমার মণ্ডল জানান, ‘শিক্ষার্থীদের কাছ থেকে বই বিতরণের জন্য টাকা নেওয়া হচ্ছে না। তাদের ভর্তি ফি, পূজা ও ক্রীড়া ফি বাবদ টাকা নেওয়া হয়েছে।’

আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘বই উৎসবের দিন বিদ্যালয়ের শিক্ষকদের টাকা নেওয়া ঠিক নয়। কোনও স্কুল বই বিতরণের জন্য টাকা নিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পুরাতন বই নেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘এ রকম কোনও নির্দেশনা এখনও তিনি হাতে পাননি। তার অফিসের নাম ব্যবহার করে পুরাতন বই জমা নেওয়াও ঠিক না।’

একইভাবে গৌরনদী পৌর এলাকার শত বছরের পুরাতন গেরাকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসতিয়াক আহমেদ ও ম্যানেজিং কমিটির কতিপয় সদস্যের বিরুদ্ধে আসন্ন ক্রীড়া প্রতিযোগীতার চাঁদার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৮০ টাকা করে আদায়ের অভিযোগ পাওয়া গেছে। টাকা দেওয়ার পর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

এনিয়ে অনেক অভিভাবকের সঙ্গে শিক্ষক ও ম্যানেজিং কমিটির বাগবিতন্ডার ঘটনাও ঘটেছে।

/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?