X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘বদলি বন্দি’ ভূট্টোর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

সিলেট প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৭, ২৩:৪৪আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ২৩:৪৯

রিপন আহমদ ভূট্টো সিলেটের আলোচিত সুমন হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পেয়েছিল সৌদি আরব প্রবাসী ইকবাল হোসেন বকুল। টাকার লোভে নিজেকে ইকবাল দাবি করে সেই সাজা ভোগ করছিল রিপন আহমদ ভূট্টো। এ খবর প্রকাশ হওয়ার পর বিচার বিভাগীয় তদন্তে তা প্রমাণিত হলে রবিবার (২২ জানুয়ারি) ভূট্টোর বিরুদ্ধেই প্রতারণা মামলা দায়ের নির্দেশ দিয়েছেন সিলেটের একটি আদালত। এই মামলায় দোষী সাব্যস্ত হলে অন্যের নয়, নিজের হয়েই সাজা ভোগ করতে হবে ভূট্টোকে।
আদালত সূত্রে জানা গেছে, বদলি বন্দি হিসেবে ভূট্টোর সাজা ভোগ করার ঘটনা প্রকাশ হয়ে পড়লে ৭ জানুয়ারি সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আব্দুল হান্নান ও যুগ্ম জেলা জজ মো. রেজাউল করিমের সমন্বয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়। ওই কমিটি দুই দফায় ভুট্টোর জবানবন্দি নেয়। এছাড়া, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, পুলিশ ও আইনজীবীদের বক্তব্যও গ্রহণ করে তদন্ত কমিটি। তদন্তে বকুলের বদলে ভূট্টোর সাজা ভোগের বিষয়টি প্রমাণিত হয়।
বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে রিপন আহমদ ভূট্টোকে সুমন হত্যা মামলা থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছেন সিলেট জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারি। এছাড়াও, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ভূট্টো, তার বাবা ও আইনজীবীসহ পাঁচ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়েরের নির্দেশও দেন তিনি।
আদালত সূত্র জানায়, আলী আকবর সুমন (২৪) হত্যা মামলায় ২০১২ সালের ২০ জুন রায় দেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক দিলীপ কুমার দেবনাথ। রায়ে মামলার তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন হাউসা গ্রামের মৃত মছকন্দর আলীর ছেলে দরাছ মিয়া ওরফে গয়াছ ও তার স্ত্রী রুজিনা বেগম এবং একই গ্রামের আবদুল মতিনের ছেলে মো. ইকবাল হোসেন বকুল। সাজাপ্রাপ্ত তিন আসামিই পলাতক ছিল।
২০১৫ সালের ১১ অক্টোবর রিপন আহমদ ভূট্টো আদালতে হাজির হয়ে নিজেকে ইকবাল হোসেন বকুল দাবি করে। আদালতের নির্দেশে এরপর থেকে সে কারাগারেই রয়েছে। এর এক বছর দুই মাস পর জানা যায়, ওই মামলায় সাজা ভোগকারী ব্যক্তি প্রকৃত বকুল নয়। প্রকৃত বকুল অবস্থান করছে সৌদি আরব।
তদন্ত প্রতিবেদনে কমিটি তিনটি সুপারিশ করেছে জানিয়ে তদন্ত কমিটির সদস্য ও সিলেট জেলা মুখ্য বিচারিক হাকিম আব্দুল হান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে জেলা ও দায়রা জজ রিপন আহমদ ভূট্টোকে সুমন হত্যা মামলা থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছেন। এছাড়া, ভূট্টো, তার বাবা সুনু মিয়া, আইনজীবী শাহ আলম, শিক্ষানবীশ আইনজীবী শামীম আহমদ ও জেলা প্রশাসক কার্যালয়ের দালাল লিয়াতক হোসেনের বিরুদ্ধে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার প্রতারণা মামলা দায়ের করবেন। এই ঘটনায় জড়িত দুই আইনজীবী শাহ আলম ও শামীম আহমদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বার কাউন্সিল ও স্থানীয় বার অ্যাসোসিয়েশনকে চিঠিও পাঠানো হবে।’ এছাড়া, জেলা প্রশাসকের কার্যালয় দালালমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সিলেট কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার ছগির মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১৫ সালের ১১ নভেম্বর ইকবাল হোসেন বকুল নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামী কারাগারে আসে। এক বছরেরও বেশি সময় পর জানা যায়, সে বকুল নয়। তার প্রকৃত নাম ভূট্টো। টাকার লোভে সে বদলি বন্দি হিসেবে সাজা খাটছিল। বিচার বিভাগীয় তদন্তে তার অন্যের হয়ে সাজা ভোগ করার বিষয়টি প্রমাণিত হয়েছে। এখন ভূট্টোর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হবে।’

আরও পড়ুন-

গাইবান্ধায় শিশুহত্যার কথা স্বীকার করেছে কিশোর আকাশ

নতুন নির্বাচন কমিশন আমাদের মতোই হবে: সিইসি



/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে