X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার নেতৃত্বেই খালেদা নির্বাচন করবেন: স্বাস্থ্যমন্ত্রী

খুলনা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:৩৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:৩৬

শেখ হাসিনার নেতৃত্বেই খালেদা নির্বাচন করবেন: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য, পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বেই খালেদা জিয়া নির্বাচন করবেন ইনশাল্লাহ। পৃথিবীর কোনও দেশে রাষ্ট্রপতির কারও পরামর্শ নেওয়ার বিধান নেই। এমনকি বাংলাদেশের সংবিধানেও নেই। তারপরও শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করেন বলেই এটি সম্ভব হয়েছে। আর রাষ্ট্রপতি সব দলের পরামর্শ নিয়েই সার্চ কমিটি গঠন করেছেন। ’ মঙ্গলবার রাত ৮টায় খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং ১৪ দল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বিএনপি-জামায়াত ছাড়া সব দলই সার্চ কমিটি গঠন ভালো হয়েছে বলে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘যতো ভালো কাজ করা হোক না কেন, জনগণের কাছে যেতে হবে। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমেই আগুন সন্ত্রাসীদের চিরদিনের জন্য পরাজিত করতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি-জামায়াতের শাসনামলে সন্ত্রাসীদের মদদ দেওয়া হয়েছে। আর তাদের মদদে এই খুলনায় হুমায়ূন কবির বালু, মানিক চন্দ্র সাহা, হারুনুর রশিদ খোকনের মতো সাংবাদিকদের হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইমামসহ অনেককে। নেতাকর্মীদের অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এই ত্যাগকে ধরে রাখতে হবে।’

মহানগর আওয়ামী লীগ সভাপতি  তালুকদার আব্দুল খালেক এমপি’র সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, মহানগর জাসদ সভাপতি রফিকুল হক খোকন, সাম্যবাদী দলের সম্পাদক কে এম ইকবাল।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ