X
রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

অপরাধীদের সঙ্গে সখ্য ছিল মেয়র মিরুর ছোট ভাই মিন্টুর

সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৭, ১০:০৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪৯

হাবিবুল হক মিন্টু
সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন শাহজাদপুরের মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই হাবিবুল হক মিন্টু। শিমুল হত্যাকাণ্ডের ঘটনার পর শাহজাদপুরে পাওয়া ভিডিও ফুটেজ, শিমুলের স্ত্রীর দায়েরকৃত মামলা ও পুলিশি তদন্তে এমন তথ্য পাওয়া গেছে। মিন্টুর সঙ্গে শাহজাদপুর ও পাশ্ববর্তী পাবনা জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন সন্ত্রাসীদের সখ্য রয়েছে বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের প্রধান আসামি আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কৃত শাহজাদপুর পৌর মেয়র মিরুর ভাই মিন্টু ওইসব অপরাধীদের সঙ্গে নিয়ে শাহজাদপুরে প্রায়ই আসতেন। এমনকি পৌর নির্বাচনসহ বিভিন্ন ঘটনায় মিন্টু শাহজাদপুরে তাদের দিয়ে সন্ত্রাসী তৎপরতাও চালাতেন। শিমুল হত্যাকাণ্ডের পর মিন্টুর রাজনৈতিক সহকর্মীদের কেউ কেউ এসব বিষয়ে মুখ খুলছেন। শিমুল হত্যাকাণ্ডের পর মিরুর মতো তার ভাইকেও দল থেকে (জাতীয় সমাজতান্ত্রিক দল) বাদ দেওয়া হয়েছে। আর তাদের কারণেই কেন্দ্রের নির্দেশে পাবনা জেলা জাসদের ৫৭ সদস্যের পুরো কমিটিই বিলুপ্ত করা হয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, পাবনা জেলা জাসদের সাধারণ সম্পাদকের পদে ছিলেন মিন্টু। সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, অপরাধীদের সঙ্গে সখ্য, সহকর্মীদের সঙ্গে অসহযোগীতা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। প্রায় ৯ মাস আগে পাবনা জেলা জাসদ থেকে মিন্টুর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ কেন্দ্রীয় কার্যালয়ে জমা পড়ে। সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অপরাধে মিন্টু শাহজাদপুর পুলিশের হাতে গ্রেফতার হন। গ্রেফতারের দুইদিন পর গত ৪ ফেব্রুয়ারি কেন্দ্রে থেকে তাকে সহ ৫৭ সদস্যের পুরো জেলা কমিটিই বিলুপ্ত করা হয়। জাসদের কেন্দ্রীয় সভাপতি শিরিন আকতার স্বাক্ষরিত এক পত্রে কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয় বলে জানা যায়। আব্দুল হাকিম শিমুল

বিলুপ্ত হওয়া পাবনা জেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা শনিবার বলেন, ‘মেয়র মিরুর ভাই হাসিবুল হক মিন্টু শুরু থেকেই অসামাজিক লোক। সিরাজগঞ্জ ও পাবনার জেলার বিভিন্ন সন্ত্রাসীদের সঙ্গে তার গোপন সখ্য এবং তার উশৃঙ্খল আচরণের জন্য দলীয় সহকর্মীদের সাথে তার তেমন সদভাব ছিল না। তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় থাকায় ৮/৯ মাস আগে কেন্দ্র বরাবর বেশ ক’টি অভিযোগ দেওয়া হয়। মিন্টুকে বাদ দিয়ে গত এক বছর ধরে পাবনায় জেলা জাসদের দলীয় কর্মকাণ্ড চলছে। তার ভাই মেয়র মিরুর রাজনৈতিক প্রয়োজনে মিন্টু সন্ত্রাসীদের নিয়ে শাহজাদপুরে নানা ধরনের অপকর্ম চালাতো। সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় মিন্টু শাহজাদপুরে গ্রেফতারের পরপরই কেন্দ্র থেকে তাকেসহ পুরো কমিটিই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তার নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ডের কারনে ঘৃণা করেই গত তিন বছরে আমি নিজেও তার সাথে কোন ধরনের যোগাযোগ রাখিনি। বয়সের পাশাপাশি মতেরও অনেক পার্থক্য ছিল তার সাথে। সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় সে জড়িয়ে যাওয়ায় তাকে নতুন করে ঘৃণা করতে শুরু করেছি। তার কারণে দলও ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরাও বিতর্কের মধ্যে পড়েছি।’ 

গত ২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালনকালে বিক্ষুব্ধ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের একাংশের সঙ্গে পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টুর শটগানের ছোড়া গুলিতে আহত হন শিমুল। পরদিন বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি। গুলি করার সময় হাবিবুল হক মিন্টু ও হালিমুল হক মিরু

শাহজাদপুর সার্কেল পুলিশ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আবু হাসনাতের উদ্ধৃতি দিয়ে স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপন জানান, মেয়র মিরু ও সহোদর মিন্টু সংঘর্ষের ঘটনার দিন ৫/৬ রাউন্ড গুলি করেন। যার একটি সাংবাদিক শিমুলের ডান চোখে ও মুখে লাগে। পরদিন শিমুল মারা যান।

সাংসদ স্বপন আরও বলেন, ‘মিরুর সন্ত্রাসীদের প্রধান ছিল মিন্টু। সে প্রায়ই সন্ত্রাসীদের শাহজাদপুরে নিয়ে এসে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতো। গত পৌর নির্বাচনের সময় মিন্টু সন্ত্রাসীদের ভাড়া করে নিয়ে এসে নির্বাচনের আগে সহিংসতার ঘটনাও ঘটিয়েছে বলে আমরা জেনেছি।’

এদিকে, মিন্টু ও মিরুসহ ১২ জন এরই মধ্যে শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রীর দাযেরকৃত মামলায় গ্রেফতার হয়ে এখন কারাগারে রয়েছে।

/এফএস/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, ভর্তি না হতে সতর্ক করলো ইউজিসি
নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, ভর্তি না হতে সতর্ক করলো ইউজিসি
দ্রুততম সময়ে একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চায় ঐকমত্য কমিশন
দ্রুততম সময়ে একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চায় ঐকমত্য কমিশন
জামায়াত স্বাধীনতাবিরোধী রগ কাটা গ্রুপ, এদের পেছনে নামাজ হয় না: বিএনপি নেতা হাবিব
জামায়াত স্বাধীনতাবিরোধী রগ কাটা গ্রুপ, এদের পেছনে নামাজ হয় না: বিএনপি নেতা হাবিব
কাঙ্ক্ষিত সেবার মাধ্যমে জনগণের মন জয় করতে হবে: ডিএমপি কমিশনার
কাঙ্ক্ষিত সেবার মাধ্যমে জনগণের মন জয় করতে হবে: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ