X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত

পাবনা প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৩৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৩৩

 

বন্দুকযুদ্ধ পাবনার আমিনপুরে পুলিশ-সন্ত্রাসীদের ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধে’ নিস্তার ওরফে জাহিদ ওরফে নিজাম (৪০) নামের এক চরমপন্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া তিনটার দিকে জেলার আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের দড়িরচর নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত নিস্তার ওরফে জাহিদ ওরফে নিজাম সদর উপজেলার খাসচর বলরামপুর গ্রামের মৃত এছেন আলীর ছেলে। ঢালারচরে চাঞ্চল্যকর তিন পুলিশ হত্যাসহ অন্তত ১২টি মামলার পলাতক আসামি ছিলেন তিনি। ময়নাতদন্তের জন্য তার লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বাংলা ট্রিবিউনকে জানান, ‘আধিপত্য বিস্তার নিয়ে দড়িরচর নামক স্থানে চরমপন্থী দলের জুলহাস গ্রুপ ও নিস্তার গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে সেখানে অভিযান চালায় যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে দুই পক্ষের সন্ত্রাসীরা। এ সময় পুলিশও গুলি ছুঁড়লে ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। এক পর্যায়ে চরমপন্থী সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে নিস্তার ওরফে জাহিদ ওরফে নিজামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।’

তিনি আরও বলেন, ‘বন্দুকযুদ্ধে পুলিশ কনস্টেবল বেলাল হোসেন, জয়েন উদ্দিন ও রমজান আলী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি শাটারগান, দুটি দেশি রামদা ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’

/জেএইচ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে