X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের আল্টিমেটাম ডিআইজির

সাতক্ষীরা প্রতিনিধি
১১ মার্চ ২০১৭, ০১:১৯আপডেট : ১১ মার্চ ২০১৭, ০১:২৪

খুলনা রেঞ্জ ডিআইজি এস এম মনির উজ-জামান বিপিএম মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত রাষ্ট্র গঠনে সাতক্ষীরায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আগামী ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের আল্টিমেটাম দিয়েছেন খুলনা রেঞ্জ ডিআইজি এস এম মনির উজ-জামান বিপিএম। শুক্রবার বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত ‘মাদক ও জঙ্গিবাদের প্রতিকার: বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

এসএম মনির উজ-জামান বলেন, ‘জঙ্গি ও মাদক নির্মূলে নিজ নিজ পরিবার থেকেই আন্দোলন শুরু করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সমাজ ও দেশ থেকে মাদক ও জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে। দেশ যখন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তখন এদেশের শত্রুরা তা বাঁধাগ্রস্থ করতে দেশে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি করছে। তাদের দমন করতে পুলিশকে সহযোগিতা করতে সাধারণ মানুষকে সহায়তা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। সাতক্ষীরা জেলার মানুষ সব সময় শান্তিপ্রিয়। কিন্তু ২০১৩ সালে কিছু বিপদগামী লোক এই জেলাকে ভয়াবহ অবস্থায় নিয়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে এ জেলায় আবারও শান্তি ফিরে এসেছে। সাতক্ষীরার মানুষই পারবে তাদের নিজ জেলাকে মাদকমুক্ত করতে’

জেলা পুলিশ সুপার আলতাফ হোসেন পিপিএম-এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহমেদ, বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী প্রমুখ।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টিতে ভেসে গেলো ম্যাচ, এলিমিনেটরে রাজস্থান 
বৃষ্টিতে ভেসে গেলো ম্যাচ, এলিমিনেটরে রাজস্থান 
সোহেল চৌধুরীর মামলার রায় হয়েছে, সালমান শাহর মামলা কতদূর
সোহেল চৌধুরীর মামলার রায় হয়েছে, সালমান শাহর মামলা কতদূর
রাখাইনে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের মানবাধিকার কমিশনারের
রাখাইনে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের মানবাধিকার কমিশনারের
রাইসির জন্য খামেনির প্রার্থনা
রাইসির জন্য খামেনির প্রার্থনা
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ