X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচন সাংবিধানিক সরকারের অধীনেই হবে: মেনন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০১৭, ২৩:১৫আপডেট : ২৪ মার্চ ২০১৭, ২৩:২০

নারায়ণগঞ্জে রাশেদ খান মেনন

আগামী জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক সরকারের অধীনেই হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন, ‘বিএনপির প্রস্তাবিত সহায়ক সরকার মূলত তত্ত্বাবধায়ক সরকারেরই আরেক নাম। ২০১৪ সালের নির্বাচনের মধ্য দিয়ে এটাই ফয়সালা হয়েছে, আগামী নির্বাচন হবে সাংবিধানিক সরকারের অধীনেই।

শুক্রবার নারায়ণগঞ্জে জাতীয় শ্রমিক ফেডারেশনের দুইদিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ওই সম্মেলনের আয়োজন করা হয়। 

রাশেদ খান মেনন বলেন, ‘গত ২২ ডিসেম্বরের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের মতোই হবে আগামী নির্বাচন। নাসিক নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে আগামী সংসদ নির্বাচনও অবাধ ও নিরপেক্ষই হবে।’

তিনি বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের আপত্তির কারণে তিস্তা চুক্তি হচ্ছে না। তারপরও আমরা আশাবাদী, এ চুক্তি শিগগিরই হবে।’

তিনি আরও বলেন, ‘তিস্তা চুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রী দৃঢ়প্রতিজ্ঞ। তার আগামী সফরে না হলেও এ বছরের মধ্যেই এ চুক্তি হবে।’

শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি হুমায়ুন কবীরের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. সেলিনা হায়াৎ আইভী। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য শফিউদ্দিন আহমেদ। সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হকসহ অন্য নেতারা।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট