X
সোমবার, ১৩ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

বোমা বিস্ফোরণে নিহত কায়সারের বাড়িতে শোকের ছায়া

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
২৬ মার্চ ২০১৭, ০৩:৪৩আপডেট : ২৬ মার্চ ২০১৭, ০৮:১৪

চৌধুরী মুহাম্মদ আবু কায়সার দীপু
সিলেটে জঙ্গিদের বোমা বিস্ফোরণে নিহত পুলিশ কর্মকর্তা চৌধুরী মুহাম্মদ আবু কায়সার (দীপু)-এর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার বাড়ি ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের ছৈলা গ্রামে হলেও তাদের পরিবার সুনামগঞ্জ শহরের স্থায়ী বাসিন্দা।

কায়সারের বাবা আছদ্দর আলী চৌধুরী ছিলেন সুনামগঞ্জ জজ কোর্টের মোখতার। মা হাসনা চৌধুরী। সাত ভাই ও এক বোনের মধ্যে কায়সার ছিলেন তৃতীয়। তারা সুনামগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের ২০৪ নং হোল্ডিংয়ের নিলয় -২ নুতনপাড়া আবাসিক এলাকার বাসিন্দা। 

চোধুরী মুহাম্মদ আবু কায়সার দীপু আবু কায়সার ১৯৮৯ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। গত ১০ বছর ধরে তিনি সিলেট মেট্রোপলিটন সিটিএসবি ও সিআইও ওয়ানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন । তার মৃত্যুর খবর মুহূর্তের মধ্যে  সুনামগঞ্জ শহরে ছড়িয়ে পড়ে। এরপর আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা নুতনপাড়ার বাসভবনে ভিড় করেন।

শনিবার রাত ১১ টায় কায়সারদের বাসভবনে গিয়ে দেখা যায়, সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আয়ুব বখত জগলুলসহ শহরের গণ্যমান্য ব্যক্তিরা এসে তার খোঁজ খবর নিচ্ছেন।

সুনামগঞ্জ শহরে চৌধুরী আবু কায়সারদের পারিবারিক বাসভবন
নিহত কায়সারের চাচাতো ভাই চৌধুরী আহমদ মুজতবা রাজী বাংলা ট্রিবিউনকে জানান,  মৃত্যুর খবর পেয়ে কায়সারের ছোট ভাই অ্যাডভোকেট  চৌধুরী মুহাম্মদ আবু সাহেদ বাবলু সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

তিনি বলেন, ‘দীপুদের (কায়সারের ডাক নাম) পরিবারের সবাই উচ্চ শিক্ষিত ও চাকরীজীবী। কেউ আবার প্রবাসী। দীপু সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছেন। ছাত্র জীবনে তিনি ভালো ক্রিকেটার ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি নিঃসন্তান । স্ত্রীকে নিয়ে তিনি সিলেট শহরে থাকতেন।’

সুনামগঞ্জ শহরে চৌধুরী আবু কায়সারদের পারিবারিক বাসভবন

ব্যবসায়ী মোজাম্মেল হক মুনিম বলেন, ‘তার মর্মান্তিক মৃত্যুতে সুনামগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।’ প্রতিবেশী তরুনণ কান্তি দাস বলেন, ‘দীপু ছিলেন মিশুক প্রকৃতির পুলিশ অফিসার ।

প্রসঙ্গত, সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ী এলাকায়  ‘আতিয়া মহল’ নামে পাঁচতলা একটি বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে আতিয়া মহল বাড়ির ভেতর থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয় বলে জানায় স্থানীয়রা। এরপর ‘আতিয়া মহল’ঘিরে রাখে পুলিশ।  জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনার জন্য শুক্রবারা বিকেলে সোয়াট টিম ও রাত সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আর অভিযানে নেতৃত্ব দিতে রাত চারটার দিকে সিলেটে ঘটনাস্থলে পৌঁছান সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। শনিবার ভোরে  আতিয়া মহলে অভিযান শুরু করে সোয়াট ও সেনাবাহিনীর প্যারা-কমান্ডো বাহিনী। 

/এমএইচ/ এপিএইচ/

আরও পড়ুন: 

 

 সিলেটের পাঠানপাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৬, আহত ৩০


সিলেটে হামলার দায় স্বীকার আইএসের

বিস্ফোরণে আহত ওসি মনিরুল ইসলাম মারা গেছেন

গোয়েন্দা প্রধানসহ র‌্যাবের দুই কর্মকর্তাকে সিএমএইচে ভর্তি

‘আতিয়া মহলে’ জঙ্গিবিরোধী অভিযান বাধাগ্রস্ত করতেই ‘পাঠানপাড়ায়’ হামলা

সম্পর্কিত
সর্বশেষ খবর
রিজওয়ান-ফখরের রেকর্ড জুটিতে সিরিজে পাকিস্তানের সমতা
রিজওয়ান-ফখরের রেকর্ড জুটিতে সিরিজে পাকিস্তানের সমতা
তথ্যযুদ্ধের যুগে সাংবাদিকতার চ্যালেঞ্জ
তথ্যযুদ্ধের যুগে সাংবাদিকতার চ্যালেঞ্জ
নীতিনিষ্ঠ অবস্থানে থেকে এগিয়ে যাবে বাংলা ট্রিবিউন
শুভেচ্ছা বার্তায় রুহিন হোসেন প্রিন্সনীতিনিষ্ঠ অবস্থানে থেকে এগিয়ে যাবে বাংলা ট্রিবিউন
বাংলা ট্রিবিউন তার গুণগত মান অটুট রাখুক
বাংলা ট্রিবিউন তার গুণগত মান অটুট রাখুক
সর্বাধিক পঠিত
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা