X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

হরতালের সমর্থনে রাঙামাটিতে মিছিল-সমাবেশ

রাঙামাটি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৭, ০১:০০আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ০১:০৪

হরতালের সমর্থনে রাঙামাটিতে মিছিল

ভাড়ায় যাত্রী বহনকারী মোটরসাইকেলচালক ছাদিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার ও তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ঘোষিত হরতালের সমর্থনে রাঙামাটিতে মিছিল করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকালে এই মিছিল ও সমাবেশ করা হয়।

রাঙামাটির জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে এ মিছিল বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাঁঠালতলী এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রাঙামাটি শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ মিছিল ও সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন- জেলার সিনিয়র সহ-সভাপতি হবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর শফি উল্ল্যা ও সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন।

সমাবেশে বক্তরা বলেন, আমরা প্রশাসনকে সময় বেধে দেওয়ার পরও ছাদিকুল ইসলামের প্রকৃত খুনিদের এখনও আটক করা হয়নি। পার্বত্য এলাকায় দিনকে দিন গুম, খুন ও চাঁদাবাজি বেড়েই চলেছে। অথচ সুষ্ঠু বিচার মিলছে না। এসময় পাহাড়ি সন্ত্রাসী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবিও জানানো হয়।

প্রসঙ্গত, ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাড়ায় যাত্রী বহনকারী ছাদিকুল ইসলামকে (২৩) মহালছড়ি বাসস্ট্যান্ড থেকে রাঙ্গামাটির ঘিলাছড়ির উদ্দেশ্যে নিয়ে যায় দুই দুর্বৃত্ত। এরপর আর তিনি ফিরে আসেনি। নিখোঁজের দুই দিন পর ১৩ এপ্রিল বিকালে রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় ছাদিকুলের ক্ষতবিক্ষত লাশ মাটি চাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়। এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার (১৯ এপ্রিল) রাঙামাটি ও খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি দেয় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ