X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

অর্থ আত্মসাতের দায়ে সাবেক অধ্যক্ষের ১২ বছরের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
১০ মে ২০১৭, ০৬:১১আপডেট : ১০ মে ২০১৭, ০৬:২৩

আদালত

বরিশালের উজিরপুর উপজেলার আলহাজ্ব বিএন খান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহিমকে অর্থ আত্মসাতের ঘটনায় দায়ের হওয়া মামলায় দণ্ডবিধির তিনটি পৃথক ধারায় ১২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও একবছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ মে) বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। একই আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবেক অধ্যক্ষ আব্দুর রহিম উজিরপুরের ডহরপাড়া গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে।

বেঞ্চ সহকারী হারুন অর রশিদ জানান, রায়ে দণ্ডবিধির ৪০৬ ধারায় দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড, দণ্ডবিধির ৪৬৮ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড এবং দন্ডবিধির ৪৭৭ এর (এ) ধারায় পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, ১৯৮৬ সালের মার্চ থেকে ১৯৮৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আব্দুর রহিম চারজন প্রভাষক ও দুইজন চতুর্থ শ্রেণির কর্মচারীর সরকারি অনুদানের ৬০ হাজার ৯৭০ টাকা তুলে আত্মসাত করেন। এ ঘটনায় ২০০৩ সালের ২৩ জানুয়ারি বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আলতাফ হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ২০১১ সালের ১৫ আগস্ট মামলার তদন্তের দায়িত্ব পাওয়া দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী রহিমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ১৭ জন স্বাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য নিয়ে এই রায় দেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
তৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
লোকসভা নির্বাচনতৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী অলরাউন্ডার
উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী অলরাউন্ডার
চালুনি ও সুচ, চোরের মায়ের বড় গলা ও যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন
চালুনি ও সুচ, চোরের মায়ের বড় গলা ও যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ