X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রমজানে কারসাজি করে পণ্যের দাম বাড়ালেই ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

ভোলা প্রতিনিধি
১৩ মে ২০১৭, ০৮:৩৮আপডেট : ১৩ মে ২০১৭, ০৮:৫২

ভোলা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে মতবিনিময় অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

রমজানে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করলে বা কারসাজি করে পণ্যের দাম বাড়ালে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘বর্তমানে দেশে ছোলা, ডাল, চিনি, পেঁয়াজ ও রসুন চাহিদার চেয়ে অনেক বেশি মজুদ রয়েছে। তাই রমজান মাসে এসব পণ্যের দাম স্বাভাবিক থাকবে। কিন্তু কেউ যদি কৃত্রিম সংকট কিংবা কারসাজি করে দাম বাড়ানোর চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার (১২ মে) রাতে ভোলা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মাধ্যমে যে পরিমাণ চিনি আমদানি করা হয়েছে তা চাহিদার তুলনায় অনেক বেশি। আন্তজার্তিক বাজারে চিনির দাম গত বছরের তুলনায় ৯ শতাংশ কম। সুতরাং আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়েও দেশের বাজারে চিনির দাম বাড়ানো যাবে না।’

এছাড়া রমজানকে পুঁজি করে ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি বা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের বাজার তদারকি করার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, ‘পদ্মা সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতু দিয়ে গাড়ি চলবে। পদ্মা সেতু ছাড়াও ঢাকাতে মেট্রোরেল, চট্রগ্রামে কর্ণফুলী টানেল, কক্সবাজারে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, সমুদ্রবন্দর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এসব উন্নয়নের কাজ হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শেষ পর্যন্ত শেখ হাসিনাকে অনুসরণ করে রূপকল্প ঘোষণা করেছেন খালেদা জিয়া। তবে রূপকল্প ঘোষণা নয়; তারচেয়ে বরং ২০০১ সালে ক্ষমতায় এসে খালেদা জিয়া যেসব অপকর্ম করেছিলেন সেসবের জন্য তার ক্ষমা চাওয়া উচিত ছিল।’

ভোলা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল মমিন টুলুর সভাপত্বিতে সভায় আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোঃ মোক্তার হোসেনসহ অনেকে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ