X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সুদের হার কমাতে কাজ করবে নতুন কমিটি: শফিউল ইসলাম

গোপালগঞ্জ প্রতিনিধি
২০ মে ২০১৭, ১৯:৩৩আপডেট : ২০ মে ২০১৭, ১৯:৫২

শফিউল ইসলাম মহিউদ্দিন (ফাইল ছবি)

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নবনির্বাচিত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, ‘বর্তমানে ব্যাংক সুদের হার ১১ থেকে ১২ শতাংশ আর ফাইনান্স কোম্পানির সুদের হার ১৩ থেকে ১৪ শতাংশ। সুদের এই হার কমাতে নতুন কমিটি কাজ করবে।’

শনিবার (২০ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘এফবিসিসিআই সহায়তা সেলের মাধ্যমে নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতের ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করবে। তারা যাতে কম সুদে ঋণ নিতে পারে এফবিসিসিআই এ ব্যাপারে ভূমিকা রাখবে।’

অপর এক প্রশ্নের জবাবে শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘বর্তমান সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে ইকোনোমিক জোন করেছে। এ কারণে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ উঠেছে, যা ধারাবাহিকভাবে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। উন্নয়ন অব্যাহত রাখতে এফবিসিসিআই বিভিন্ন দফতরের সঙ্গে যোগযোগ বৃদ্ধি করে দেশকে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

তিনি বলেন, ‘ডাইভারসিটিফিকেশন অব মার্কেট ও ডাইভারসিটিফিকেশন অব প্রডাক্ট নিয়ে আমরা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবো। ইউরোপীয় ইউনিয়ন ও উত্তর আমেরিকার বাইরে যাওয়ার জন্যও আমরা কাজ করছি, যাতে নতুন নতুন বাজারে এদেশের পণ্য প্রবেশ করতে পারে। এছাড়া ভারত ও চীনের সঙ্গে বাঁধাগুলো দূর করে রফতানি বাড়াতে আমরা কাজ করবো।’ এজন্য অবকাঠামোগত উন্নয়নের জন্য স্বল্পকালীন ও মধ্যকালীন কিছু পরিকল্পনা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ জানান তিনি।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা