X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

তবুও ঠেকানো গেল না বাল্যবিয়ে!

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ মে ২০১৭, ০১:২৩আপডেট : ২৪ মে ২০১৭, ০১:৩৬

বাল্যবিয়ে (প্রতিকী ছবি)

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে ১৩ বছরের এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধে এগিয়ে আসেন স্থানীয় যুবকরা। তাদের চেষ্টায় বিয়েটা বন্ধও হয়ে যায়। কিন্তু ওইদিন রাতেই আবার বিয়েটিকে অন্যত্র নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হয়। এরপর থেকেই তালাবদ্ধ রয়েছে বরের বাড়ি। খুঁজে পাওয়া যাচ্ছে না তার পরিবারের কাউকেই। এলাকাবাসীর ধারণা, লোকলজ্জার ভয় ও বাল্যবিয়ের শাস্তি এড়াতে বর ও তার পরিবার ওই কিশোরীকে নিয়ে গা ঢাকা দিয়েছে। জেলা প্রশাসক রাব্বি মিয়া জানান, মেয়েটিকে খুঁজে বের করে বাল্যবিয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের ফতুল্লার মধ্যনরসিংপুর এলাকায়। স্থানীয়রা জানান, গত ১৪ এপ্রিল মধ্য নরসিংপুরের রানু বেগমের ১৩ বছরের মেয়ে স্বর্ণার সঙ্গে একই এলাকার শুক্কুর মিয়ার ছেলে রতনের বিয়ের আয়োজন করা হয়। এর প্রায় ২০ দিন আগে রতন তার আগের স্ত্রীকে তালাক দেয়। এই পরিস্থিতিতে রতন আবার ওই কিশোরীকে বিয়ে করতে যাচ্ছে শুনে এলাকার লোকজন বাধা দেয়। তবে বরের পরিবার প্রভাবশালী হওয়ায় তারা বিয়ের কাজ চালিয়ে যেতে থাকে। এতে এগিয়ে আসে স্থানীয় যুবকরা। তাদের তোপের মুখে বিয়ে না পড়িয়ে কাজি ফিরে গেলে বাল্যবিয়ে বন্ধ হয়ে যায়। কিন্তু গভীর রাতে বর ও কনেকে অন্য এলাকায় নিয়ে বিয়ে দেওয়া হয়।

আসলাম মিয়া নামে স্থানীয় এক ব্যক্তি জানান, বাল্যবিয়ের বিষয়টি নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম জেবিন বিনতে শেখকে ফোন করে জানানো হয়। তিনি এলাকার লোকজনকে বলেন, ‘আমাদের এখন আর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নাই। আপনারা ডিস্ট্রিক্ট জজ-এর কাছে যেতে পারেন।’

এ ব্যাপারে কথা বলতে ইউএনও’র মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল ধরেননি।

এ ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ রয়েছে। তবে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ‘ঘটনাটি ইউএনও, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সদস্য কেউ-ই আমাদের জানায়নি। জানালে অবশ্যই ব্যবস্থা নিতাম।’

ঘটনাটি নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক রাব্বি মিয়া।

রাব্বি মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চলমান বাস্তবতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে জড়িতদের সাজা দিতে পারিনি। এটি অত্যন্ত দুঃখজনক। তার ওপর মেয়েটির যেখানে থাকার কথা সেখানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসপি  ও র‌্যাবের সিওকে নির্দেশনা দেবো, যাতে মেয়েটিকে খুঁজে বের করা যায়।

/এআর/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজনৈতিক দলের কাছে শ্রমিকদের গুরুত্ব কমেছে: সাইফুল হক
রাজনৈতিক দলের কাছে শ্রমিকদের গুরুত্ব কমেছে: সাইফুল হক
এভার কেয়ারে খালেদা জিয়া
এভার কেয়ারে খালেদা জিয়া
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
ফ্লাইওভারে ট্রাকের চাপায় প্রকৌশলী নিহত
ফ্লাইওভারে ট্রাকের চাপায় প্রকৌশলী নিহত
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার