X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

কারও আন্দোলনের হুমকিতে ভয় পায় না আ.লীগ: স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
১১ জুন ২০১৭, ১৭:৩৩আপডেট : ১১ জুন ২০১৭, ১৮:০০

সিরাজগঞ্জে ফিতা কেটে এক ফার্মেসি উদ্বোধন করছেন মোহাম্মদ নাসিম (ছবি- সিরাজগঞ্জ প্রতিনিধি)

আগামী জাতীয় নির্বাচন সংবিধান মেনেই অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘ঈদের পর আন্দোলনে যাবে বলে হুমকি দিচ্ছে বিএনপি। এভাবে হুমকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ জনমানুষের দল; এ দল কারও হুমকি-ধমকিতে ভয় পায় না।’

রবিবার (১১ জুন) দুপুরে নিজের নির্বাচনি এলাকা কাজীপুরে এক ফার্মেসির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঈদের পর বিএনপি যদি আন্দোলনেও যায়, তবে সে আন্দোলন সফল হবে না। দেশের মানুষ বিএনপির অতীতের আন্দোলন দেখেছে। তাদের জ্বালাও-পোড়াও ও মানুষ পুড়িয়ে হত্যার আন্দোলন কেউ সমর্থন করে না।’

তিনি আরও বলেন, ‘আন্দোলনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে বিএনপির বরং আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। শুধু বিএনপি নয়; অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোরই তা করা উচিত।’

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনও পথ নেই। সহায়ক সরকার নয়; সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই হবে আগামী সংসদ নির্বাচন।’

মডেল ফার্মেসি উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এসব ফার্মেসিতে কিছু ওষুধ ছাড়া চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনও ওষুধ বিক্রি হবে না। নকল, ভেজাল ওষুধও বিক্রি হবে না। এসব ফার্মেসি হবে সরকারের বিশুদ্ধ ওষুধ বিক্রির মডেল প্রতিষ্ঠান।’

এসময় মন্ত্রীর সঙ্গে ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, পরিচালক মো. রুহুল আমীন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকা, সিভিল সার্জন শেখ মো. মনজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম খান, ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. উদয় নারায়ণ মোহন্ত উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী শহরের হোসেনপুরে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত আলতাব হোসেনের বাসায় যান এবং মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তিনি ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের অসুস্থ সভাপতি আমিনুল ইসলাম টাবুর বাসায় যান। এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রুফ মুক্তা, যুগ্ম-সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী সেখ, শহর আওয়ামী লীগের সভাপতি হাজী ইসহাক আলী, সাধারণ সম্পাদক দানী উল হক দানী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জেহাদ-আল-ইসলাম ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন উপস্থিত ছিলেন। সন্ধ্যায় জেলা পুলিশ আয়োজিত ইফতার মাহফিলে মন্ত্রীর অংশগ্রহণের কথা রয়েছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা