X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

লন্ডনে নিখোঁজ স্বজনদের লাশ পেতে চায় পরিবার

সাইফুল ইসলাম, মৌলভীবাজার
১৫ জুন ২০১৭, ২১:৩০আপডেট : ১৫ জুন ২০১৭, ২১:৪৬

হোসনার ছবি, মুনজের আহমেদের ফেসবুক থেকে

লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুন লাগার ঘটনায় মৌলভীবাজারের এক পরিবারের পাঁচ সদস্য নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের দেশে থাকা স্বজনরা জানিয়েছেন, তাদের পরিবারের ওই পাঁচ সদস্য যদি অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গিয়ে থাকেন, তবে মৃতদের লাশ যেন দেশে আনা হয়। এজন্য তারা বাংলাদেশ সরকারের সাহায্য কামনা করেছেন। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেছেন গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে পাঁচজনের দেশে থাকা স্বজনরা।

মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। এ ঘটনার দুদিন পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি ওই টাওয়ারে বসবাসকারী মৌলভীবাজারের এক পরিবারের পাঁচ সদস্যের। তারা হলেন- কমরু মিয়া (৮২), তার দ্বিতীয় স্ত্রী রাজিয়া বেগম (৬৫), দুই ছেলে আবদুল হানিফ (২৯) ও আবদুল হামিদ (২৬) এবং তার মেয়ে তানিমা (২২)। তাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার আকাইলকুড়া ইউনিয়নের কৈশাউড়া গ্রামে।

স্বজনরা জানান, কমরু মিয়া দুইটি বিয়ে করেন। তার প্রথম স্ত্রী জুলেখা বিবি (৭৫) তিন সন্তান সুজন মিয়া (৫০), মিনা বেগম (৫২) ও রুসনা বেগমকে (৬০) নিয়ে দেশে থাকেন। আর দ্বিতীয় স্ত্রী ও ওই পক্ষের ছেলেমেয়েদের নিয়ে বছর খানেক ধরে কমরু মিয়া গ্রেনফেল টাওয়ারের ১৭ তলার ১৪৪ নম্বর ফ্ল্যাটে থাকেন। তবে কমরু মিয়ার ছেলে আব্দুল হাকিম (৩৫) সেখানে থাকেন না। তিনি বিয়ে করার পর থেকে স্ত্রীকে নিয়ে অন্যত্র থাকেন।

মিনা বেগম জানান, কমরু মিয়ার লন্ডনে বসবাসরত ছেলেমেয়েদের মধ্যে অন্যত্র থাকার জন্য কেবল আব্দুল হাকিমেরই খোঁজখবর পাচ্ছেন তারা। তিনি দেশে থাকা স্বজনদের সঙ্গে ফোনে যোগাযোগও রাখছেন। তবে দ্বিতীয় স্ত্রী ও ওই পক্ষের তিন ছেলেমেয়েসহ কমরু মিয়ার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি, তারা আদৌ বেঁচে আছেন, নাকি মারা গেছেন এ ব্যাপারেও নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাই খুব দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় পার করছেন তারা।

সুজন মিয়া ও রুসনা বেগম জানান, ‘আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের স্বজনরা যদি মারা গিয়ে থাকে, তবে তাদের লাশ যেন দেশে আনার ব্যবস্থা করা হয়।’

লন্ডনে অবস্থানরত আব্দুল হাকিম ফোনে এ প্রতিনিধিকে বলেন, ‘রাত আড়াইটার দিকে তানিমার (হাসনা বেগম তানিমা) সঙ্গে কথা হয়। তার আকুতি এখনও আমার কানে ভাসে। সে বলছিল, আমরা সবাই এখন বাথরুমে, আমাদের বের হওয়ার কোনও উপায় নেই। দোয়া করেন, আমাদের যেন কষ্টে মৃত্যু না হয়।’

তিনি আরও বলেন, ‘ওই ফোনকলের পর থেকে তাদের কারও মোবাইলে আর যোগাযোগ করা যাচ্ছে না।’

প্রসঙ্গত, আগুনের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত ও অনেকে আহত হন। স্থানীয় সময় গত মঙ্গলবার দিবাগত রাতে হাজার খানেক লোকের আবাস গ্রেনফেল টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটে। লন্ডন প্রবাসী সাংবাদিক মুনজের আহমেদ চৌধুরী বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা তিনটায় বাংলা ট্রিবিউনকে জানান, ‘লন্ডনে উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভবনটি থেকে জীবিত আর কাউকে উদ্ধারের আশা নেই।’

/এমএ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা