X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

তরুণীদের পছন্দ বাহুবলি ও সুলতান সুলেমান

হেদায়েৎ হোসেন, খুলনা
২০ জুন ২০১৭, ০২:৫৮আপডেট : ২০ জুন ২০১৭, ০৩:১০





খুলনায় কেনা-কাটায় ব্যস্ত ক্রেতারা। ছবি-প্রতিনিধি খুলনায় ঈদের বাজার জমে উঠেছে। ফুটপাতের দোকান থেকে অভিজাত বিপণি বিতান, সর্বত্র সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে কেনা-কাটা। বিপণি বিতানগুলোতে আসা তরুণীদের পছন্দ বাহুবলি ও কাটাপ্পা। জনপ্রিয় মেগা সিরিয়াল সুলতান সুলেমান ও বাহুবলি-২ এর অভিনেতা-অভিনেত্রীদের অনুকরণে তৈরি পোশাকও পছন্দ অনেকের। গত ঈদে তরুণীদের নজর কেড়েছিল পাখি ও কিরণমালা নামের পোশাক। ব্যবসায়ীরা জানিয়েছেন যাতায়াতের পথ সুগম হওয়ায় ভারতে গিয়ে ঈদের কেনা-কাটা করছেন অনেক ক্রেতা। এছাড়া লোডশেডিংয়ে অভিযোগও রয়েছে।

রবিবার নগরীর নিউমার্কেটের বিপণি বিতান ঘুরে দেখা গেছে পাঞ্জাবের লেহেঙ্গা, বোম্বের পানচুয়া ও বাহুবলি-২ কাপড়ের মানভেদে ৩ হাজার থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত দাম হাঁকছেন বিক্রেতারা।

মহানগরীর নিউমার্কেট, ডাকবাংলা শপিং কমপ্লেক্সসহ অধিকাংশ মার্কেটে বাহারি রঙ ও নানা নামের পোশাক সাজিয়ে রাখা হয়েছে। যার মধ্যে তরুণীদের দৃষ্টি কেড়েছে লেহেঙ্গা, বাহুবলি, কাটাপ্পা, সাম্পুরা, সুলতান সুলেমান, রেশমি সিল্ক, রাখিবন্ধন, খোকাবাবু-বৌমনি ইন্ডিয়ান পানচুয়া ও থ্রি-পিস।

থ্রি-পিস কিনতে আসা আফসানা মিম বলেন, ‘এবছর থ্রি-পিসের দাম গত বছরের চেয়ে কয়েকগুন বেশি।’

আফরিন জারা নামের এক তরুণী বলেন, ‘আম্মুর সঙ্গে এসেছি। আমার পছন্দের পোশাক বাহুবলি।’ কেন বাহুবলি পছন্দ জানতে চাইলে জারা বলেন, ‘এ পোশাকটি নতুন এসেছে তাই পছন্দ।’ মেগা সিরিয়াল বাহুবলির নামে এই পোশাকটির নামকরণ করা হয়েছে।

ভাই আসিফ মাহমুদের সঙ্গে ডাকবাংলা শপিং কমপ্লেক্সে আসা আকলিমা সাড়ে চার হাজার টাকা দিয়ে কিনেছেন বাহুবলি। আকলিমা বলেন, ‘বান্ধবীরা সবাই বাহুবলি কিনেছে। তাই আমিও কিনেছি।’

ঈদের কেনা-কাটায় আসা ক্রেতাদের ভিড়। ছবি-প্রতিনিধি পায়েল গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘গত ঈদের তুলনায় এখনও মার্কেট জমে ওঠেনি। তাছাড়া ভারতে যাতায়াতের পথ সুগম হওয়ায় বড়-বড় ক্রেতারা হাতছাড়া। তারা সবাই ভারতে গিয়ে ঈদের কেনা-কাটা করছেন।’

নগরীর নিউ মার্কেটের নিউ কালার বিপণি বিতানের স্বত্বাধিকারী স্বপন দত্ত বলেন, ‘লোডশেডিংয়ের কারণে ক্রেতা-বিক্রেতা উভয়ই বিপাকে পড়তে হচ্ছে।’

নিউ মার্কেটে শপিং করতে আসা সোনাডাংগার আফসানা আক্তার মীম বলেন, ‘তিন-চার হাজার টাকায়ও ভাল মানের কোন পোশাক পাওয়া যাচ্ছে না।’

/এনআই/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!