X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ঈদে সহায়তা পেল দুর্ঘটনায় নিহত লালমনিরহাটের ১২ পরিবার

লালমনিরহাট প্রতিনিধি
২৬ জুন ২০১৭, ১৬:৪২আপডেট : ২৬ জুন ২০১৭, ১৭:৫৪

লালমনিরহাট সড়ক দুর্ঘটনায় নিহত লালমনিরহাটের ১২ পরিবার ও আহতদের ঈদ উপহার সামগ্রী এবং নগদ অর্থ সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া আহতদের রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
রবিবার (২৪ জুন) রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাগান এলাকায় ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে নিহত ও আহতদের পরিবারকে লালমনিরহাট জেলা ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে লালমনিরহাট-২ (আদিতমারী ও কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা তুলে দেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের ২০ হাজার, আহতদের পাঁচ হাজার টাকা দেওয়া হয়। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার ২০ হাজার টাকা, জেলা পরিষদের পক্ষ থেকে নিহতের পরিবারকে ১০ হাজার টাকা ও আহতদের পরিবারকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়। এছাড়াও নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার নগদ টাকা এবং আহতদেরকেও নগদ টাকা সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এর বাইরে আরও অনেকে সহায়তা দেওয়ার জন্য প্রতিশ্রুত দিয়েছেন।
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেক পরিবারকে পাঁচ হাজার করে টাকা অর্থ সহায়তা দেন।
এদিকে, রবিবার রাতে নিহত ১২ জনের পরিবারকে রংপুর গ্রুপের পরিচালক ও রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক রবিন খান নগদ তিন হাজার করে টাকা ও দুই হাজার টাকার নতুন পোশাক, সেমাই, চিনিসহ বিভিন্ন সামগ্রী দেন। এছাড়া পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের খবর গণমাধ্যমে প্রকাশ হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্পেন প্রবাসী  কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর আলমের মাধ্যমে নিহতদের পরিবার সদস্যদের হাতে নগদ পাঁচ হাজার করে টাকা তুলে দেন।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ