X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

পাবনায় ট্রেন লাইনচ্যুত, ঢাকা-রাজশাহী-খুলনা রেল যোগাযোগ বন্ধ

পাবনা প্রতিনিধি
১৫ জুলাই ২০১৭, ১৫:৫২আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১৯:০০

পাবনায় চিত্রা এক্সপ্রেস লাইনচ্যুত
পাবনার মুলাডুলী স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চিত্রা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আজ শনিবার (১৫ জুলাই) দুপুর সোয়া ১ টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেন লাইনচ্যুত হওয়ার পর থেকে রাজশাহী ও খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলওয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রিলিট ট্রেন উদ্ধারকাজ চালাচ্ছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাবনায় চিত্রা এক্সপ্রেস লাইনচ্যুত

মুলাডুলি স্টেশন মাস্টার মো. মনিরুজ্জামান বলেন, ‘শনিবার দুপুর সোয়া ১টার দিকে ট্রেনটি ঈশ্বরদীর মুলাডুলি রেল স্টেশন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ইঞ্জিন, পাওয়ার কার ও একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর থেকে ঢাকার সঙ্গে খুলনা ও রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে বেলা আড়াইটার দিকে উদ্ধার কাজ শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা লাইন ক্লিয়ার করার চেষ্টা করবো। কতক্ষণ লাগবে তা বলতে পারছি না।’ পাবনায় চিত্রা এক্সপ্রেস লাইনচ্যুত

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) অসিম কুমার তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘রাজশাহী থেকে বিভাগীয় কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসীকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকার সঙ্গে ঈশ্বরদী পর্যন্ত ট্রেন চলাচল শুরু করতে ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগবে।’

/এফএস/ 

আরও পড়ুন- চট্টগ্রামে এক ভারতীয় শিক্ষার্থীর হাতে আরেক ভারতীয় খুন

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিব্বতে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
তিব্বতে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
এক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ফিল্ম সংকটএক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
টিভিতে আজকের খেলা (১২মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১২মে, ২০২৫)
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল