X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ভবন নির্মাণে রডের বদলে বাঁশ: কাজ বন্ধ করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ

বান্দরবান প্রতিনিধি
২০ জুলাই ২০১৭, ১৯:৩৮আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৯:৩৮

বান্দরবানে ড্রপ ওয়ালে রডের বদলে বাঁশ দেওয়া হয় (ছবি-বান্দরবান প্রতিনিধি)  

বান্দরবান সরকারি মহিলা কলেজ ভবন নির্মাণ কাজে ড্রপ ওয়ালে রডের সঙ্গে বাঁশ ব্যবহার করায় কলেজ কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। বুধবার বিকালে বান্দরবান সরকারি মহিলা কলেজে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার বারান্দায় ড্রপ ওয়ালে রডের ফাঁকে ফাঁকে বাঁশ ব্যবহার করতে দেখা যায়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বান্দরবান সরকারি মহিলা কলেজ নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় ৯১ লাখ ৩২ হাজার টাকা। যার মধ্যে মূল ভবনের ৩য় তলা নির্মাণের জন্য বরাদ্ধ রয়েছে ৪৪ লাখ ৫৬ হাজার টাকা। এ কাজটি নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউএন এন্টারপ্রাইজ। ওই প্রতিষ্ঠানের পক্ষে কলেজ ভবন নির্মাণের কাজ করছেন বান্দরবানের ঠিকাদার তাপস কান্তি দাশ।

ভবনের ড্রপ ওয়ালের প্রতিটি ধাপে রডের সঙ্গে একটি করে বাঁশের কঞ্চি দেওয়া হচ্ছে। এভাবে  ড্রপ ওয়ালের প্রায় ২শ’ ফুটেরও বেশি জায়গা জুড়ে বাঁশ ব্যবহার করা হয়েছে। বুধবার বিকালে সংবাদ কর্মীরা ছবি তোলার পর শ্রমিকরা তড়িঘড়ি করে বাঁশ খুলে ওই জায়গা রড বেঁধে দেয়। বান্দরবান সরকারি মহিলা কলেজ ভবনের তৃতীয় তলার বারান্দায় ড্রপ ওয়াল নির্মাণে রডের পাশাপাশি বাঁশ ব্যবহারের কথা স্বীকার করেছে নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকরা।

নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিক মো.রফিক ও আবু তাহের বলেন,‘ড্রপ ওয়ালে কিছু রড ছাদ ঢালাইয়ের সময় দেওয়া হয়েছে। সেগুলোকে সোজা রাখা   ও বালু মেশানো সিমেন্ট (মসলা) ধরার জন্য বাঁশ ব্যবহার করেছি। অভিযোগ আসার পর আমরা আবার বাঁশের কঞ্চি খুলে সেখানে রড বেঁধে দিয়েছি।’

এ নিয়ে বান্দরবান সরকারি মহিলা কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী সুর্বণা তঞ্চঙ্গ্যা ও চম্পা  বলেন, ‘কলেজ ভবনের ওয়ালে রডের সঙ্গে বাঁশ ব্যবহার করা উচিত হয়নি। যে কোনও সময় এই দেওয়াল ধসে পরতে পারে,আমরা জীবনের ঝুঁকিতে পড়তে পারি।’

এ বিষয়ে বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া বলেন, ‘ভবনের তৃতীয় তলার বারান্দায় রডের সঙ্গে বাঁশ ব্যবহারের ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রকৌশলীকে জানিয়েছি। সঙ্গে সঙ্গে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি। উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা নির্মাণ কাজ পরিদর্শন করবেন বলে আমাকে জানিয়েছেন।

সংশ্লিষ্ট ঠিকাদার তাপস কান্তি দাশ বলেন,‘বিষয়টা আমি জানতাম না।  তবে জানার পরপরই যে সব জায়গায় বাঁশ দেওয়া ছিল সেগুলো খুলে পরিমাণ মত রড দেওয়া হয়েছে। তাছাড়া বিষয়টি সম্পূর্ণ আমার অজান্তে শ্রমিকরা করেছে। যার কারণে আমার সম্মান ক্ষুণ্ন হয়েছে।

এ ব্যাপারে চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল আজিজ বলেন,‘রডের সঙ্গে বাঁশ ব্যবহারের অভিযোগ সত্য নয়। আমি সরেজমিন এ কাজ পরিদর্শন করেছি। বাঁশ ব্যবহারের অস্তিত্ব পাওয়া যায়নি। যে বাঁশ ব্যবহার হয়েছে সেটি রড সোজা রাখার জন্য হয়তো দিয়ে ছিল। ঘটনা সত্য হলে তদন্ত সাপেক্ষে ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/জেবি/

আরও পড়তে পারেন: ডেমরায় জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ২ সক্রিয় সদস্য গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিটিআরসিকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের অনুরোধ করবেন আরাফাত
বিটিআরসিকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের অনুরোধ করবেন আরাফাত
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল