X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মাতৃগর্ভে গুলিবিদ্ধ সুরাইয়াকে নিয়ে শঙ্কা কাটেনি পরিবারের

মাজহারুল হক লিপু, মাগুরা
২৩ জুলাই ২০১৭, ০০:০৬আপডেট : ২৩ জুলাই ২০১৭, ০০:১১

মায়ের কোলে শিশু সুরাইয়া মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া দুই বছরে পা দিচ্ছে রবিবার (২৩ জুলাই)। দুই বছর পূর্ণ হলেও আর আট-দশটা বাচ্চার মতো স্বাভাবিক নয় সুরাইয়ার বেড়ে ওঠা। একটি চোখ অন্ধ, দাঁড়াতে পারে না, কথাও বলতে পারে না শিশুটি। তাই জন্মদিনের আনন্দের পাশাপাশি বাবা-মা শঙ্কিত কন্যার ভবিষ্যত নিয়ে।

২০১৫ সালের এই দিনে মাগুরায় নিজ বাড়িতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে বিদ্ধ হন সুরাইয়ার মা নাজমা বেগম। এতে গর্ভে থাকা শিশু সুরাইয়াও বিদ্ধ হয়। গুরুতর অবস্থায় মাগুরা সদর হাসপাতালে এক অস্ত্রোপচারের মাধ্যমে সুরাইয়া ভূমিষ্ঠ হয়। সংবাদমাধ্যমে ঘটনাটি প্রকাশ হওয়ার পর সারাদেশে তা ব্যাপক আলোচিত হয়।

সরকারসহ অসংখ্য মানুষ সুরাইয়ার প্রতি সহযোগতিার হাতও বাড়িয়ে দেন। সরকারি পৃষ্ঠপোষকতায় ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসা শেষে নাজমা বেগম ও সুরাইয়া সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যান। তবে ধীরে ধীরে সুরাইয়ার বেড়ে ওঠার মধ্যে দেখা যাচ্ছে অস্বাভাবিকতা।

মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় সুরাইয়াদের বাড়িতে গিয়ে দেখা যায়, মা নাজমা বেগম সুরাইয়াকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি বললেন, ‘কোনও রকম বসতে পারলেও সুরাইয়া দাঁড়াতে পারছে না। অস্পষ্ট দুই একটা শব্দ ছাড়া কোন কথাও বলতে পারে না সে। একটি চোখ ইতোমধ্যে অন্ধ হয়ে গেছে। অন্যটির অবস্থাও ভালো নয়। চোখের চিকিৎসার জন্য প্রতি ছয়মাস পর পর ঢাকা যেতে হয়। বাংলাদেশ আই হসপিটালের কনসালটেন্ট ডা. কাজী সাব্বির আনোয়ারের কাছে নিয়মিত চিকিৎসা নিচ্ছে সুরাইয়া। তিনি জানিয়েছেন, সুরাইয়ার ডান চোখ আর ভালো হবে না। বাম চোখ আরও পরীক্ষা করতে হবে।’

শিশু সুরাইয়া স্বাভাবিকভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে সুরাইয়াকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজের শিশু বিকাশ কেন্দ্রে থেকে প্রতিমাসে ফিজিওথেরাপির জন্য যেতে বলা হয়েছে। কিন্তু আর্থিক সমস্যার কারণে নিয়মিত যাওয়া সম্ভব হচ্ছে না বলে জানান নাজমা বেগম। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালিত মাগুরার প্রতিবন্ধী উন্নয়ন ও সাহায্য কেন্দ্রে সুরাইয়াকে এখন ফিজিও থেরাপি দেওয়া হচ্ছে।

সুরাইয়ার বাবা বাচ্চু ভুইঞা বলেন, ‘আমি সামান্য চায়ের দোকানি। নিয়মিত ঢাকা গিয়ে চিকিৎসা করানো আমার পক্ষে সম্ভব নয়। ঢাকায় যে চিকিৎসকরা সুরাইয়াকে দেখেছেন, তারা সবাই আমাদের প্রতি বেশ সহানুভূতিশীল। তারা বলেছেন, উন্নত চিকিৎসা পেলে সুরাইয়া ভালো হয়ে উঠত।’ জন্মদিনের আয়োজন সম্পর্কে নাজমা বেগম বলেন, ‘আসলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমরা খুবই চিন্তিত থাকি। তারপরও জন্মদিনে ঘরোয়াভাবে যেটুকু করা যায় সেটুকুই করব।’

/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত