X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এএসপি মিজান হত্যা মামলায় শাহ আলমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৭, ২০:২৮আপডেট : ২৩ জুলাই ২০১৭, ২০:৪৩

এএসপি মিজানুর রহমান তালুকদার

এসএসপি মিজানুর রহমান তালুকদারকে ছিনতাইয়ের (৫০) উদ্দেশ্যেই হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছে শাহ আলম (৬২) নামের এক ছিনতাইকারী। রবিবার আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা স্বীকার করে সে। ঢাকা মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক ম. কুতুব উল আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ এএসপি মিজানকে হত্যার অভিযোগ স্বীকার করেছে ছিনতাইকারী শাহ আলম।’।

তিনি আরও জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম রবিবার (২৩ জুলাই) শাহ আলমকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য আবেদন করেন।

এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মো. সাজ্জাদুর রহমানের খাস কামরায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। এরপর শাহ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

উল্লেখ্য, গাজীপুরের টঙ্গি থেকে শনিবার (২২ জুলাই) রাতে শাহ আলম (৬২) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এএসপি মিজানকে হত্যার কথা স্বীকার করে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ প্রধান মনিরুল ইসলাম রবিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

উল্লেখ্য, গত ২১ জুন রাজধানীর রূপনগর থানার মিরপুর বেড়িবাঁধের বোটক্লাব এলাকার রাস্তার পাশ থেকে এএসপি মিজানুর রহমান তালুকদারের (৫০) লাশ উদ্ধার করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা একটি ঝোপের ভেতর তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ডিএমপির রূপনগর ও সাভার থানা পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে বুধবার (২১ জুন) রাত ১০টার দিকে এএসপি মিজানুর রহমান হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই মাসুম তালুকদার। রূপনগর থানায় দায়ের করা মামলা নং-১৯। অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন তিনি। মামলাটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (পশ্চিম) মামলাটি তদন্ত করছে।

এসআইটি/এএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক