X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আইভীর পাশে থাকার ঘোষণা দিলেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ জুলাই ২০১৭, ২৩:০৮আপডেট : ২৩ জুলাই ২০১৭, ২৩:১৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাশে স্থানীয় সংষদ সদস্য সেলিম ওসমান

নারায়ণগঞ্জের উন্নয়নে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর ডাকে সাড়া দিলেন স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। অতীতের ভুল আর দলীয় কোন্দল দূর করে নারায়ণগঞ্জের উন্নয়নে মেয়র আইভীর সঙ্গে একত্রে কাজ করার ঘোষণা দিয়েছেন তিনি। রবিবার (২৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজেট ঘোষণার অনুষ্ঠানে সেলিম ওসমান এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে সিটি মেয়র আইভী ছয়শ’ ৫৭ কোটি ৩২ লাখ পাঁচ হাজার দুইশ’ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণার পর মেয়র আইভী বলেন, ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জনকল্যাণের নামে নারায়ণগঞ্জ পৌরসভার জমি অধিগ্রহণ করেছিল। কিন্তু সেই জমি টেন্ডারে বিক্রি করে দিচ্ছে তারা। কিভাবে ওই জমি বিক্রির জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে, তা আমার বোধগম্য নয়।’

তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশনের মানুষের উন্নয়নের স্বার্থে এ জমি রক্ষায় জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে। প্রয়োজনে গণপূর্ত মন্ত্রীর সঙ্গে কথা বলা হবে।’ এজন্য স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানসহ স্থানীয় সবার সহযোগিতা চান তিনি।

এসময় নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান আইভীর বক্তব্যকে স্বাগত জানান।  তিনি মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়ে বলেন, ‘আমাদের ভুল ছিল। দলীয় কোন্দল ছিল। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে নারায়ণগঞ্জের অপরাজনীতির অবসান ঘটবে। আমরা নারায়ণগঞ্জের উন্নয়নে এখন থেকে একসঙ্গে কাজ করবো।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ছয়শ’ ৬৩ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ছয়শ’ ২৫ টাকা আয় ও ছয়শ ৫৭ কেটি ৩২ লাখ পাঁচ হাজার দুইশ টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেট উদ্বৃত্ত ধরা হয়েছে ছয় কোটি ৩৫ লাখ ৩৮ হাজার চারশ’ ২৫ টাকা।

বাজেট ঘোষণার অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলী ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এফ এফ এহতেশামুল হক।

/এএইচ/টিআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ নির্বাচন
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতিআদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ নির্বাচন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত