X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কলেজছাত্রীকে পেটানো ছাত্রলীগ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ জুলাই ২০১৭, ১৮:০৮আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৮:০৮

 

সাদ্দাম হোসেন সিরাজগঞ্জের এক কলেজছাত্রীকে মারপিটের ঘটনায় সদর থানা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক সাদ্দাম হোসেনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার (২৬ জুলাই) দুপুরে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন এ তথ্য জানান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ‘কলেজছাত্রীকে প্রকাশ্যে মারপিট করার ঘটনায় উপাধ্যক্ষ গোলাম মোস্তফা বাদী হয়ে মঙ্গলবার (২৫ জুলাই) সদর থানায় নারী নির্যাতন মামলা দায়ের করেছেন। বুধবার (২৬ জুলাই) দুপুরে সাদ্দামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি জাকিরুল ইসলাম লিমন জানান, ‘ছাত্রলীগে বখাটেদেরে কোনও স্থান নেই। কলেজছাত্রীকে যৌন হয়রানি ও মারপিট করে সাদ্দাম দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।’

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে যৌন হয়রানির প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন সহপাঠীদের সামনেই ওই ছাত্রীকে পিটিয়েছেন। কিল-ঘুষি মেরে ওই শিক্ষার্থীর চশমা ভেঙে ফেলা হয়। কলেজের একাদশ শাখার বিএনসিসি ডেনের সামনে এ ঘটনা ঘটে।

সাদ্দাম হোসেন কলেজের কাছে দত্তবাড়ি মহল্লার আব্দুল মজিদের ছেলে। সে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক কমিটির উপ-প্রচার বিষয়ক সম্পাদক।

মেয়েটির পরিবার জানায়, ঘটনার সময় সে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে বিএনসিসির পোশাক পরে প্যারেডে অংশ নেয়। এ সময় বখাটে সাদ্দাম অশোভন কথা বলে মেয়েটিকে উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে মেয়েটি প্রতিবাদ করলে সাদ্দাম বেধড়ক মারপিট করে।

তারা আরও জানান, ছেলেটি মাদকসেবী এবং প্রায়ই নারীদের উত্ত্যক্ত করে। পুলিশ তাকে বেশ ক’বার ধরলেও পরে বের হয়ে এসে আবারও নারীদের উত্ত্যক্ত করে।

/এনআই/

 

আরও পড়ুন:
যৌন হয়রানির প্রতিবাদ করায় কলেজছাত্রীকে পেটালেন ছাত্রলীগ নেতা

 

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী