X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানির প্রতিবাদ করায় কলেজছাত্রীকে পেটালেন ছাত্রলীগ নেতা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ জুলাই ২০১৭, ১৭:২৪আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৭:২৪

ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন যৌন হয়রানির প্রতিবাদ করায় সাদ্দাম হোসেন নামে এক ছাত্রলীগ নেতা সহপাঠীদের সামনেই সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রীকে পিটিয়েছেন। কিল-ঘুষি মেরে ওই শিক্ষার্থীর চশমা ভেঙে ফেলা হয়। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে কলেজের একাদশ শাখার বিএনসিসি ডেনের সামনে এ ঘটনা ঘটে।

সাদ্দাম হোসেন কলেজের কাছে দত্তবাড়ি মহল্লার আব্দুল মজিদের ছেলে। সে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক কমিটির উপ-প্রচার বিষয়ক সম্পাদক।

মেয়েটির পরিবার জানায়, ঘটনার সময় সে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে বিএনসিসির পোশাক পড়ে প্যারেডে অংশ নেয়। এ সময় বখাটে সাদ্দাম অশোভন কথা বলে মেয়েটিকে উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে মেয়েটি প্রতিবাদ করলে সাদ্দাম বেধড়ক মারপিট করে।

তারা আরও জানান, ছেলেটি মাদকসেবি এবং প্রায়ই নারীদের উত্ত্যক্ত করে। পুলিশ তাকে বেশ ক’বার ধরলেও পরে বের হয়ে এসে আবারও নারীদের উত্ত্যক্ত করে।

এদিকে, এ ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ বখাটেকে গ্রেফতারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে বিকাল ৩টার দিকে সাদ্দামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস.এম.মনোয়ার হোসেন বলেন, ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। আমরা বিষয়টি জানার পরপরই দ্রুত পুলিশ সুপার ও সদর থানার ওসিকে অবগত করেছি। তারাও বখাটেকে আটক করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, আমরা ঘটনাটি জানার পর দ্রুত কলেজে গিয়ে পরিস্থিতি শান্ত করি। পরে বখাটে ওই ছাত্র নেতাকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সদর থানার উপ-পরিদর্শক আলী জাহান বলেন, মেয়েটি বিএনসিসি’র ড্রেস পড়ে প্যারেড করছিল। তাকে দেখে ছেলেটি উত্ত্যক্ত করছিল। মেয়েটি প্রতিবাদ করায় ওই বখাটে তাকে মারপিট করে।

তিনি আরও বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশে তাৎক্ষণিক আমরা ছেলেটিকে গ্রেফতার করি। কলেজ কর্তৃপক্ষও ছেলেটির বিরুদ্ধে থানায় মামলা জমা দিয়েছে। মামলা রজুর প্রক্রিয়া চলছে। 

এদিকে, ওই বখাটে ছাত্রলীগ নেতা একাধিকার সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বেশ ক’জন নারী শিক্ষার্থীদের উৎপীড়ন করেছে বলে জানান কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শেখ খলিদ সাইফুল্লাহ সাদি। তিনি বলেন, ‘সাদ্দামকে নিয়ে এর আগেও বেশ  কয়েকবার সালিশ হয়েছে।’

/বিএল/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
কাঁঠালবাড়ী নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসাআদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
পুরোপুরি বাজারভিত্তিক হচ্ছে ঋণের সুদহার
পুরোপুরি বাজারভিত্তিক হচ্ছে ঋণের সুদহার
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের