X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

তিনবিঘায় বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

লালমনিরহাট প্রতিনিধি
২৭ জুলাই ২০১৭, ০৫:২৫আপডেট : ২৭ জুলাই ২০১৭, ০৫:২৫

bgb-bsf লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুই বাংলাদেশিকে আটক করেছে।  বুধবার (২৬ জুলাই) বিকেলে কালীগঞ্জ উপজেলার চাপারহাট বত্রিশ হাজারী এলাকার কানাই রায়ের ছেলে মানিক রায় (২৫) ও একই এলাকার তারাপদ রায়ের ছেলে গোবিন্দ রায়কে (২৮) আটক করে বিএসএফ।  লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ এ তথ্য জানান।
লালমনিরহাট  ১৫ বিজিবি ব্যাটালিয়ন ও এলাকাবাসী জানায়, বুধবার বিকাল সাড়ে ৫টায় ভারতীয় কোচবিহার জেলার কুচলিবাড়ী থানার তিনবিঘা এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় ওই দুই বাংলাদেশি আটক করেন কোচবিহার এডোক বিএন-২ বিএসএফ ব্যাটালিয়নের তিনবিঘা ক্যাম্পের একটি টহল দল। বিনাপাসপোর্টে পাটগ্রাম উপজেলার পানবাড়ী সীমান্তের ৮১২ ও ৮১৩ নম্বর মেইন পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে।
পরে খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম কোম্পানি সদরের পক্ষ থেকে একটি প্রতিবাদপত্র পাঠিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিএসএফের কাছে। বুধবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফের তিনবিঘা কোম্পানি কমান্ডার এসি বিনোদ কুমার ও পাটগ্রাম কোম্পানি কমান্ডার সুবেদার নুরে আলম এ বৈঠক করেন। পরে আটক দুই বাংলাদেশিকে বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, ‘বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। ফেরত আনা মানিক ও গোবিন্দ চন্দ্র রায়কে পাটগ্রাম থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি