X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

দে‌শের বাইরে চি‌কিৎসা নি‌তে চান তারামন বি‌বি

কুড়িগ্রাম প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৭, ০১:১৫আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ০২:৪৩





তারামন বিবি বীরপ্রতীক তারামন বিবি উন্নত চি‌কিৎসার জন্য দে‌শের বাইরে যাওয়ার ইচ্ছা প্রকাশ ক‌রে‌ছেন ব‌লে বাংলা ট্রি‌বিউন‌কে জা‌নি‌য়ে‌ছেন তারামন বি‌বির ছেলে মো. আবু তা‌হের। তিনি বলেন, ‘মা চান তা‌কে যেন দে‌শের বাইরে, ভার‌তের কোনও ভা‌লো হাসপাতা‌লে চি‌কিৎসার জন্য পাঠা‌নোর ব্যবস্থা করা হয়। এটা মা‌য়ের শেষ চাওয়া। আমরাও সরকা‌রের কা‌ছে একই আবেদন জানা‌চ্ছি।’

শ্বাসকষ্ট এবং হৃদ‌রোগ সমস্যাজ‌নিত কার‌ণে তি‌নি বর্তমা‌নে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন‌সেন‌টিভ কেয়ার ইউনিটে (আইসিমইউ) চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারী‌রিক অবস্থা স্থি‌তিশীল র‌য়ে‌ছে। 

আবু তাহের বলেন, ‘মা অনেইক বে‌শি অসুস্থ হ‌য়ে প‌ড়ে‌ছেন। রংপুর সিএমএইচে আনার পর থে‌কে তা‌কে আইসিইউতে অক্সিজেন দি‌য়ে রাখা হ‌য়ে‌ছে।’

চি‌কিৎসক‌দের বরাত দি‌য়ে আবু তা‌হের জানান, ‘শ্বাসক‌ষ্টের পাশাপা‌শি তার হা‌র্টের সমস্যাও দেখা দি‌য়ে‌ছে।’

শুক্রবার তারামন বিবিকে রংপুর স‌ম্মি‌লিত সাম‌রিক হাসপাতা‌লে ভ‌র্তির পর রা‌তে রংপুর মে‌ডিক্যাল ক‌লে‌জের কা‌র্ডিওল‌জি বিভা‌গের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও হৃদ‌রোগ বি‌শেষজ্ঞ ডা. হ‌রিপদ সরকার স্বাস্থ্য পরীক্ষা ক‌রে‌ছেন।

তারামন বি‌বির পা‌রিবা‌রিক সু‌ত্রে জানা গে‌ছে, দীর্ঘদিনের শ্বাসকষ্ট আর কাশি ক‌য়েক ‌দিন থে‌কে বৃদ্ধি পেয়েছে। তি‌নি নিজে নিজে হাঁটা-চলাও করতে পারছি‌লেন না। প‌রে উন্নত চি‌কিৎসার জন্য শুক্রবার (৪ আগস্ট) কু‌ড়িগ্রাম জেলা প্রশাস‌নের সহায়তায় তা‌কে রংপুর স‌ম্মি‌লিত সাম‌রিক হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।

বীরপ্রতীক তারামন বিবির প্রকৃত নাম তারামন বেগম। তার জন্ম কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কাচারিপাড়ায়। তিনি কুড়িগ্রামের শংকর মাধবপুরে ১১ নম্বর সেক্টরে কমান্ডার আবু তাহেরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ১৯৭৩ সালে তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে বাংলাদেশ সরকার। ১৯৯৫ সালের ১৯ ডিসেম্বর তার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় এই সম্মাননা। সরকার তাকে কুড়িগ্রামে জমিসহ এক‌টি বাড়ি তৈ‌রি ক‌রে দিয়েছে। তবে তারামন বিবি নিজের গ্রামের বাড়িতেই বেশিরভাগ সময় থাকেন।

/এনআই/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহের কারণ ব্যাখ্যা করলেন শেখ হাসিনা
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহের কারণ ব্যাখ্যা করলেন শেখ হাসিনা
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি