X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শেবাচিম হাসপাতালে কাজে ফিরেছেন চিকিৎসকরা

বরিশাল প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৭, ২০:২৩আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ২০:২৮

 

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের ভিড়। ছবি- প্রতিনিধি হামলাকারী নার্সের বিরুদ্ধে মামলা দায়েরের আশ্বাসে শনিবার দুপুর একটার পর কাজে ফিরেছেন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসকরা। চিকিৎসা সেবা বন্ধ রেখে শনিবার (৫ আগস্ট) ৪ ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে তারা কাজে ফেরেন।

বৈঠকে বরিশাল-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মাদ ইউনুস ও হাসপাতালের পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলামসহ চিকিৎসক সংগঠনের  নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে তালুকদার মোহাম্মদ ইউনুস বলেন, ‘আইনকে নিজস্ব গতিতে চলতে দেওয়া হোক। কোনভাবেই রোর্গীদের স্বাস্থ্যসেবা বিঘ্নিত করা যাবে না।’

হাসপাতাল পরিচালক ডা.এসএম সিরাজুল ইসলাম জানান, ‘প্রথমে চিকিৎসক এবং পরে নার্সদের নিয়ে পৃথক বৈঠক করে সমস্যার সমাধান করা হয়েছে। চিকিৎসকদের দাবি অনুযায়ী পূর্বের দায়ের করা জিডির কপিটি একটু সংশোধন করে তা এজাহার হিসাবে গণ্য করার জন্যে পুলিশকে বলা হয়েছে। বৈঠক চলাকালীন  বহির্বিভাগের রোগীদের অসুবিধা হওয়ায় হাসপাতাল পরিচালক দুঃখ প্রকাশ করেছেন।’

বৈঠক শেষে শেবাচিমের মেডিক্যাল অফিসার ও বিএমএ’র কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শিরিন সাবিহা তন্নি বলেন, ‘বৈঠকে চিকিৎসকদের দাবির প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ শাহ আলম ভূইয়াসহ তার স্ত্রী শেবাচিম’র নার্স এলিজার বিরদ্ধেও মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন। পরিচালক ও সংসদ সদস্যের এ আশ্বাসের প্রেক্ষিতে চিকিৎসকরাও তাদের কাজে ফিরে গেছেন।’

অন্যদিকে নার্সদের সংগঠন স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) বরিশাল মেডিক্যাল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক সিনিয়র স্টাফ নার্স সেলিনা আক্তার বলেন, ‘আমাদের দাবি ছিল নার্স এলিজা নয়, তার স্বামী শাহ আলমের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হোক। কেননা নার্স এলিজার একটি অসুস্থ আট মাসের শিশু সন্তান রয়েছে। শিশুটির জন্য এলিজাকে প্রয়োজন। কিন্তু কর্তৃপক্ষ এই দাবি মেনে নেননি। তবে এর প্রেক্ষিতে নার্সরা কোনও আন্দোলনে যাবেন কিনা সে ব্যাপারে এখনও কিছু জানাননি তারা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু বহির্বিভাগের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফায়জুল হক পনিরের ওপর নার্স এলিজা বেগম ও তার স্বামী শাহ আলম হামলা করেন।এর প্রতিবাদে চিকিৎসকরা রোগীদের সেবাদান  বন্ধ রেখে শনিবার সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত পরিচালকের কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন।

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড