X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

হিলি স্থলবন্দরের প্রধান সড়ক থেকে পানি নেমেছে

হিলি প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৭, ২২:০১আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ২২:০১

হিলিস্থলবন্দরের প্রধান সড়ক থেকে পানি নেমেছে গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পহাড়ি ঢলে দিনাজপুরের হিলি স্থলবন্দরসহ এর আশেপাশের এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রধান সড়ক ও কয়েকটি গ্রামের বাড়িঘর থেকে পানি নেমে গেছে। তবে জলাবদ্ধতায় এখনও হিলির একমাত্র ডিগ্রি কলেজ ও পাইলট স্কুল বন্ধ রয়েছে।
গতকাল সোমবার (১৪ আগস্ট) থেকে নতুন করে আর বৃষ্টিপাত না হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি রফতানির জন্য একমাত্র ও প্রধান সড়কটি থেকে পানি নেমে গেছে। তবে এখনও ওই সড়কের দু-একটি স্থানে সামান্য পানি রয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিনগত রাতের মধ্যেই পুরো নেমে যাবে বলে ধারণা করছেন বন্দরের লোকজন।

টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় সড়ক থেকে পানি নেমে গেলেও পণ্যবাহী যান চলাচলের কারণে প্রধান সড়কের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্থ হয়েছে। পানি কমতে শুরু করায় সড়কের পিচ ও পাথর উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে পণ্যবাহী ট্রাকগুলোকে চলছে ঝুঁকি নিয়ে।

দুপুরে সরেজিমন হিলির বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হিলির হাকিমপুর ডিগ্রি কলেজ, বাংলাহিলি পাইলটস্কুল অ্যান্ড কলেজ, হাকিমপুর প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণ জলাবদ্ধ অবস্থায় রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রধান ফটক, ক্লাসরুম ও মাঠে এখনও হাঁটুপানি জমে রয়েছে। ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

এখনও জলাবদ্ধতায় হাকিমপুর ডিগ্রি কলেজ তবে হাকিমপুর পৌরসভার চন্ডিপুর, ফকিরপাড়া, মাঠপাড়া এলাকার বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাঠে জমায় জলাবদ্ধতা কেটে গেছে। তবে এখনও টিঅ্যান্ডটি সড়ক, সোনাপট্টি এলাকার কিছু মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। এছাড়াও ধান ক্ষেতে ও পুকুর থেকে পানি কমতে শুরু করায় নতুন করে আর ক্ষতির সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

হিলি স্থলবন্দর উন্নয়ন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. হারুন উর রশীদ হারুন জানান, কয়েকদিনের টানা বৃষ্টিপাতে হিলি স্থলবন্দরের প্রধান সড়কে পানি ওঠার কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছিল। বর্তমানে সড়ক থেকে পানি নেমে যাওয়া সড়কের পিচ ও পাথর উঠে যাচ্ছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ওই সড়ক দিয়ে পণ্যবাহী ট্রাক যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সে জন্য হিলি স্থলবন্দর উন্নয়ন সমন্বয় পরিষদের পক্ষ থেকে সড়কটির ক্ষতিগ্রস্ত স্থানে পাথর ফেলে চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে।

হাকিমপুর পৌরসভার মেয়র মো. জামিল হোসেন চলন্ত জানান, সোমবার সকাল থেকে নতুন করে আর বৃষ্টিপাত না হওয়ায় হিলি স্থলবন্দরের প্রধান সড়কগুলো থেকে জমে থাকা পানি নেমে গেছে। এছাড়াও পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা কমতে শুরু করেছে।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কারা দেশ চালাবে তা দেশের মানুষ নির্ধারণ করবে: সাইফুল হক
কারা দেশ চালাবে তা দেশের মানুষ নির্ধারণ করবে: সাইফুল হক
আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মধ্যে স্মারক সই
আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মধ্যে স্মারক সই
অপতথ্য রোধে ইতালির সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী
অপতথ্য রোধে ইতালির সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের