X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ডিএনডির জলাবদ্ধতা নিরসনে ৭ দিনের আল্টিমেটাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ২১:০২আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ২১:০২

মানববন্ধন ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের ভেতরের ভয়াবহ জলাবদ্ধতার দ্রুত সমাধানের জন্য সাত দিনের আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

শনিবার (১৯ আগস্ট) সকালে  সিদ্ধিরগঞ্জের শিমরাইল পাম্প হাউসের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়। অন্যদিকে, একই দাবিতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের নেতারা। শনিবার সকাল ১০টায় সচেতন নাগরিক সমাজের সংবাদ সম্মেলন ও বেলা ১১টায় ডিএনডির ভেতরে বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি  স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ডুসাস) এ মানববন্ধন  কর্মসূচি পালন করে।

বেলা ১১টায় শিমরাইল ডিএনডি সেচ পাম্প হাউসের সামনের অর্ধশতাধিক ছাত্র এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন সিদ্ধিরগঞ্জ পাম্প হাউসের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল জব্বার। শিক্ষার্থীরা তার কাছে জানতে চান, পানি নিষ্কাশনের ছোট ২২টি পাম্পের মধ্যে ৪-৫টি ছাড়া বাকিগুলো বন্ধ কেন? কেন চালানো হচ্ছে না? বড় ৪টি পাম্প কেন সবসময় চালু রাখা হচ্ছে না? জবাবে  প্রকৌশলী পাম্প বিকলসহ নিষ্কাশনের নানা সীমাবদ্ধতার কথা জানান।
ছাত্ররা এ সময় বলেন, ‘আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি পানি নিষ্কাশনের জন্য নতুন মেশিন বসিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। আগামী সাত দিনের মধ্যে যদি পানি নিষ্কাশন সহনীয় পর্যায়ে নিয়ে আসা না হয়, তবে ডিএনডিতে বসবাসকারী মানুষজনকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় তোপের মুখে উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল জব্বার শিক্ষার্থীদের আশ্বস্ত করেন আগামী সাত দিনের মধ্যে যদি নতুন করে ভারী বৃষ্টিপাত না হয় এবং আবহওয়া ভালো থাকে তবে পানি নিষ্কাশন স্বাভাবিক গতিতে চালানো যায়। তখন জলাবদ্ধতা অনেকটা কমে আসবে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- সংগঠনটির আহ্বায়ক বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক হাসিবুল আনোয়ার ও সদস্য সচিব ইকবাল হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলন এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ পাম্প হাউসের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল জব্বার টেলিফোনে জানান, সকালে শিক্ষার্থীরা পানি নিষ্কাশন পাম্প হাউসের সামনে মানববন্ধন করেছেন। এসময় শিক্ষার্থীরা তার কাছে পাম্পের বিষয়ে বিভিন্ন খোঁজখবর নেন।

অন্যদিকে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডসহ ডিএনডির ভেতরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শনিবার সকাল ১০টায় আদমজীতে অবস্থিত সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয় সংলগ্ন এলাকায় ‘সচেতন নাগরিক সমাজ’-র ব্যানারে সংবাদ সম্মেলন করেছে সংগঠনের নেতারা। এতে ডিএনডির জলাবদ্ধতা নিরসনে কার্যকর প্রদক্ষেপ নিতে জেলা প্রশাসনকে ৭ দিনের আলটিমেটাম দেন তারা। সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক এমএ মাসুদ বাদলের সভাপতিত্বে মোসলেম উদ্দিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম, জয়দুল হোসেন গাজী, শরিফ হক মিতালী, মাহিল উদ্দিন মাস্টার, মোক্তার হোসেন, আলীম উদ্দিন খান, দেলোয়ার হোসেন, আ. খালেক ও ইউসূফ আলী প্রমুখ।

/এএম

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যমুনা ইলেকট্রনিকসের ১৩ শোরুম উদ্বোধন করলেন বুবলী
যমুনা ইলেকট্রনিকসের ১৩ শোরুম উদ্বোধন করলেন বুবলী
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯
ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত