X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ঢাকা-বরিশাল মহাসড়ক মেরামতের দাবিতে বাস মালিক সমিতির আল্টিমেটাম

বরিশাল প্রতিনিধি
২০ আগস্ট ২০১৭, ১১:০৯আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১১:১০

বরিশালে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন (ছবি-প্রতিনিধি)

ঢাকা-বরিশাল মহাসড়কের খানাখন্দে ভরা প্রায় ৩৫ কিলোমিটার রাস্তা সংস্কারের দাবি জানিয়ে ধর্মঘটের আল্টিমেটাম দিয়েছে বরিশাল জেলা বাস মালিক সমিতি। সড়ক সংস্কারের দাবিতে ২৪ আগস্ট বৃহষ্পতিবার বেলা ১১টায় প্রতীকী সড়ক অবরোধ এবং ২৭ আগস্ট রবিবার বরিশালের সড়ক ভবন ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এরপরেও সমস্যার সমাধান না হলে ঈদের সাত দিন পর এ মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে বাস মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এসময় লিখিত বক্তব্য দেন জেলা বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন।

তিনি  বলেন, ‘ঢাকা বরিশাল মহাসড়কের জয়শ্রী থেকে ভুরঘাটা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার রাস্তা বেহাল দশায় রয়েছে। খানাখন্দে ভরা এ সড়কে বাস-ট্রাক ফেঁসে যায়, রেকার দিয়ে উঠিয়ে রাস্তা পরিষ্কার না করা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে । আর ছোট গাড়ি তো এ রাস্তায় চলতেই পারছে না।’ 

তিনি আরও বলেন, ‘এদিকে পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে এসেছে। ঈদের ছুটিতে ঢাকা থেকে হাজার হাজার মানুষ এই মহাসড়ক হয়ে বরিশালে আসবে, আবার বরিশাল থেকে ঢাকায় যাবে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার প্রয়োজন।’   

এ মহাসড়কের দোয়ারিকা এবং শিকারপুরর সেতু দুটির  প্রায় ১০ কিলোমিটার এপ্রোচ সড়কের কথা উল্লেখ করে মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন জানান, প্রায় ২০ বছর আগে নির্মিত হলেও সড়কটি এখনও পরিচ্ছন্ন এবং নতুন অবস্থায় রয়েছে। কিন্তু মহাসড়কের সেই ভালো অংশে অপ্রয়জনীয়ভাবে প্রচুর অর্থ ব্যয় করে কার্পেটিং করা হয়েছে। অথচ খারাপ অংশের মেরামত অত্যন্ত জরুরি হলেও তা করা হচ্ছে না।

এ ব্যাপারে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, বৃষ্টির জন্য বিটুমিন দিয়ে সড়ক মেরামতের কাজ ব্যাহত হচ্ছে। বৃষ্টি থেমে গেলেই তা আবার শুরু করা হবে।

/এএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস