X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বন্যার পানি নেমে গেলেই ক্ষতিগ্রস্ত এলাকায় সংস্কার: কুড়িগ্রামে প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি
২০ আগস্ট ২০১৭, ১৭:৩৮আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৭:৪২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) পানি নেমে গেলেই বন্যাকবলিত এলাকার রাস্তাঘাটসহ ক্ষতিগ্রস্ত স্থাপনা সংস্কারের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২০ আগস্ট) বিকালে বন্যাদুর্গত কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাঙ্গারাণী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনাদের কল্যাণের জন্য যা যা করণীয় আমরা তা-ই করবো। যাদের খেতের ফসল, ধান নষ্ট হয়েছে, তাদের ধানের চারা সরবরাহ করা হবে। সার, বীজসহ সব কৃষি উপকরণ ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়ার ব্যবস্থা করা হবে।’

বন্যায় গৃহহারাদের পুনর্বাসনের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে তাদের টিন ও নগদ অর্থ প্রদান করা হবে, ভূমিহীনদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া হবে।’ বন্যায় প্রাণহানীর ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এমনটা যেন আর না হয়, সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে।’

ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান সংস্কারে অর্থ দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘যেসব শিক্ষার্থীর বই পানিতে নষ্ট হয়েছে, তাদের আবারও নতুন বই দেওয়া হবে।’ উপস্থিত জনতার উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আপনাদের জন্যই আমার রাজনীতি; প্রয়োজনে আমি আমার বাবার মতো জীবন দিয়ে হলেও আপনাদের ভাগ্য পরিবর্তন করবো।’ বানভাসি মানুষদের কাছ থেকে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় না করতে সংশ্লিষ্ট এনজিওগুলোকে সতর্ক করে তিনি বলেন, ‘বানভাসি ঋণগ্রহীতাদের কোনও রকম জুলুম করবেন না।’

এর আগে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে রবিবার বিকাল সোয়া ৩টার দিকে হেলিকপ্টারযোগে দিনাজপুর থেকে কুড়িগ্রামের রাজারহাটে আসেন প্রধানমন্ত্রী। গত বছরের ৭ সেপ্টেম্বর জেলার চিলমারী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে পরপর তিন বছর কুড়িগ্রাম সফর করলেন তিনি।

ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা।

/এএম

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড