X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামে ২ হাজার বাড়তি পুলিশ

চট্টগ্রাম ব্যুরো
২৩ আগস্ট ২০১৭, ০৩:১৩আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ০৩:১৩

পুলিশ

ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগরীতে ২ হাজার বাড়তি পুলিশ মোতায়েনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার। মঙ্গলবার (২২ আগস্ট) দুুপুরে পশু ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সদস্যদের মধ্যে ৪শ’ জন পশুর হাটে, ২শ’ জন বাস ও রেলওয়ে স্টেশনে, ৬শ’ জন ঈদের জামাতে এবং ৪শ’ জন চামড়া বাজারের নিরাপত্তায় থাকবে।

ইকবাল বাহার বলেন, ‘পশুর হাট, ঈদের জামাত ও চামড়া বিক্রিসহ বিভিন্ন কাজে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যদের বাইরেও অতিরিক্ত দুই হাজার পুলিশ সদস্য মাঠে থাকবে। অতিরিক্ত পুলিশ সদস্যরা ঈদের আগে পশুর হাট, বাস-রেলওয়ে স্টেশন ও লঞ্চঘাটে নিরাপত্তা দিবেন। পরে ঈদের জামাত, চামড়া বিক্রি ও বিনোদন পার্কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।’

সিএমপি কমিশনার আরও বলেন, ‘করপোরেশনের নির্ধারিত হাটের বাইরে কোথাও পশুর হাট বসানো যাবে না। যে হাটে পশু বিক্রি করতে আগ্রহী, ট্রাকে করে পশু নিয়ে যাওয়ার সময় ট্রাকের সামনে সেই হাটের নাম লিখে দিতে হবে।’ এসময় তিনি নির্বিঘ্নে কোরবানির পশু হাটে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, ‘অবৈধ কিছু বহন করা হচ্ছে এমন সুষ্পষ্ট অভিযোগ পাওয়া গেলেই ট্রাফিক পুলিশ পশুবাহী গাড়ি তল্লাশি করবে। নাহলে কোনোভাবেই পশুবাহী গাড়ি তল্লাশি করা হবে না।’

হাসিল আদায়ের ব্যাপারে ইকবাল বাহার বলেন, ‘পশুর হাটে আমাদের একটি কন্ট্রোল রুম থাকবে। পাশাপাশি ম্যাজিস্ট্রেট থাকবেন। প্রত্যেকটি হাটে সিটি করপোরেশন নির্ধারিত হাসিলের তালিকা প্রকাশ্যে একাধিক স্থানে টাঙিয়ে দেওয়া থাকবে। যেখানে স্পষ্টভাবে গরুর জন্য ও ছাগলের জন্য নির্ধারিত হাসিল কত টাকা তা পরিষ্কার করে লেখা থাকবে। ওই অনুযায়ী ইজারাদারদের হাসিল আদায় করতে হবে।’

চামড়ার বাজারের ব্যাপারে সিএমপি কমিশনার আরও বলেন, ‘নগরীর ৫৪ স্থানে চামড়া বিক্রি হবে। চামড়া যাতে কোনোভাবেই পাচার না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। চামড়া বিক্রির নিরাপত্তায় ৪শ’ অতিরিক্ত পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।’

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজে অংশ নিতে খেলোয়াড়দের যাতায়াতের সুবিধার্থে দুটি পশুর হাটের একপাশ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এ ব্যাপারে সিএমপি কমিশনার জানান, আগামী ১ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দল চট্টগ্রামে আসবে। তাদের বিমানবন্দর থেকে আনার সুবিধার্তে ইপিজেড স্টিল মিল পশুর হাটে সড়কের একপাশে পশু বেচা-কেনা করা যাবে না। সড়কের এক পাশে হাট বসতে পারবে। খেলোয়াড় ছাড়াও বিমানবন্দরগামী যাত্রীরা যাতে খুব দ্রুত যেতে পারেন সেজন্য ওই সড়কের অন্য পাশ খোলা রাখতে হবে।
এ ব্যাপারে তিনি বলেন, ‘সাগরিকা সড়ক দিয়ে খেলোয়াড়রা মাঠে যাবেন। তাই ওই সড়ক কম ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।’

সভায় অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মাসুদ উল হাসান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মোহাম্মদ তানভীরসহ নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কেএনএফ সন্ত্রাসী নিহত
যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কেএনএফ সন্ত্রাসী নিহত
ব্রিটিশ নিশানায় হামলার হুমকি রাশিয়ার
ব্রিটিশ নিশানায় হামলার হুমকি রাশিয়ার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
হার চোখ রাঙালেও সিরিজ জিতলো বাংলাদেশই
হার চোখ রাঙালেও সিরিজ জিতলো বাংলাদেশই
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা