X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় বসতবাড়িতে আগুন, দগ্ধ ৪

সাভার প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২২:১২

আগুনে পুড়ে যাওয়া বাড়ি (ছবি- প্রতিনিধি)

সাভারের আশুলিয়ায় শ্রমিকপল্লির এক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন; এছাড়াও আহত হয়েছেন আরও পাঁচ জন। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার কাদের মুহুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

আগুনে দগ্ধরা হলেন- নাসিমা বেগম ও তার আট বছরের শিশু সন্তান নাদিম, বোন সান্তা ও বোনের স্বামী সোহেল রানা। দগ্ধদের মধ্যে নাসিমা, নাদিম ও সোহেল রানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে আনা হয়েছে।

স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার কাদের মুহুরীর বাড়ির একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ওই বাড়ির অন্য কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিয়ে আশপাশের বিভিন্ন উৎস থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

সূত্র আরও জানায়, ওই সময় বাড়ির একটি কক্ষে আটকা পড়ায় চার জন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে আনা হয়। এছাড়া এ ঘটনায় আহত হন আরও পাঁচ জন।

দগ্ধদের একজন (ছবি- প্রতিনিধি)

সূত্র জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে এর মধ্যে আগুন পাশের ফজলুল হকের বাড়িতেও ছড়িয়ে পড়ে। তবে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, আগুনে শ্রমিকপল্লির দুই বাড়ির ২০টি কক্ষ পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি কিছু জানাতে পারেনি।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
টসে জিতে বাংলাদেশ বোলিংয়ে
টসে জিতে বাংলাদেশ বোলিংয়ে
শাহজালালে তিন দিন ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা
শাহজালালে তিন দিন ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা
এবার পাথিরানাকে হারালো চেন্নাই
এবার পাথিরানাকে হারালো চেন্নাই
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?