X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বাগমারায় দুই মেয়রের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আটক ৬

রাজশাহী প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৭, ০৬:৩৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ০৬:৩৭

রাজশাহী

রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ সমর্থিত দুই মেয়রের সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ তিন জন আহত হয়েছেন। এসময় অন্তত ১০টি মোটরসাইকেল ও অটোরিকশা ভাঙচুর করা হয়। রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের ভিডিপি কার্যালয়ের সামনে ও বিকালে ভবনীগঞ্জ ব্র্যাক মোড়ে দুই দফায় সংঘর্ষ হয়। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) নাছিম আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। দুই দফায় হওয়া সংঘর্ষে যুবলীগ নেতাসহ ছয় জনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার দুপুরে বাগমারার গোয়ালকান্দির ইউনিয়নের দুলালিপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও মেয়র আবুল কালাম আজাদের সমর্থক আক্কাস আলী মাস্টার কয়েকজনকে সঙ্গে নিয়ে আনসার ভিডিপি কার্যালয়ে যান। সেখানে তখন দুর্গাপূজায় দায়িত্ব পালনের জন্য আনসার ভিডিপির তালিকা তৈরির কাজ চলছিল। এসময় আক্কাস মাস্টার উপস্থিত হয়ে তার পছন্দের লোকজনকে তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য তদবির শুরু করেন। একই কাজে সেখানে যান ভবানীগঞ্জ পৌরসভা যুবলীগের সম্পাদক আইনাল হকসহ মেয়র আব্দুল মালেকের ৬-৭ জন সমর্থক। আইনাল হকও তার পছন্দের লোকজনকে তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য তদবির শুরু করেন। এ নিয়ে আক্কাস ও আইনালের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়, যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। আইনাল ও তার লোকজন আক্কাসকে বেধড়ক পিটিয়ে রাস্তার ওপর ফেলে রাখেন। এসময় বাগমারা থানার এসআই আশরাফ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আক্কাস মাস্টার ও এসআই আশরাফকে উদ্ধার করে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সূত্র আরও জানায়, দুপুরের ওই ঘটনার জের ধরে বিকালে গুজব ছড়ায়, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদের দলবল ভবানীগঞ্জ আসছে। এতে মেয়র মালেকের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিকাল ৫টার দিকে মেয়র মালেক দুই শতাধিক লোকজন নিয়ে ব্র্যাক মোড়ে অবস্থান নেন মেয়র কালামকে ঠেকাতে। এসময় তাহেরপুর এলাকার কালাম সমর্থক চার জনকে পেয়ে মালেকের সমর্থকরা হামলা চালায়। এতে কালাম সমর্থক আরিফ (৩২) ও মিঠুন (৩৫) আহত হন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে তাহেরপুরের একটি ক্লিনিকে ভর্তি করে।

তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ বলেন, ‘বিনা কারণে মেয়র মালেকের ক্যাডাররা আক্কার মাস্টারকে মারপিট করেছে। এছাড়া বিকালেও মালেকের ক্যাডাররা আমার সমর্থকদের মারপিট ও তাদের গাড়ি ভাঙচুর করেছে।’

ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক বলেন, ‘আক্কাস মাস্টার তার দলবল নিয়ে পুলিশ ও আনসার ভিডিপি কর্মকর্তাদের ওপর চড়াও হয়। আমার লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনার জের ধরে তাহেরপুরের মেয়র দলবল নিয়ে আমার পৌরসভায় প্রবেশ করে তাণ্ডব চালানোর প্রস্তুতি নেয়। খবর পেয়ে আমি নিজে লোকজন নিয়ে গিয়ে ব্র্যাক মোড়ে অবস্থান নিই।’

ওসি নাছিম আহমেদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যকে লঞ্ছিত করার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অন্য দুই ঘটনায় অভিযোগ দিলে বা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতির শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতির শ্রদ্ধা
বেসিস নির্বাচন: তথ্যপ্রযুক্তি সংগঠনে নারীর অংশগ্রহণ
বেসিস নির্বাচন: তথ্যপ্রযুক্তি সংগঠনে নারীর অংশগ্রহণ
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ