X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ধান গাছে আগাম ছড়া, ফসল হবে কিনা শঙ্কায় কৃষকরা

আমির হুসাইন স্মিথ, নারায়ণগঞ্জ
০৬ অক্টোবর ২০১৭, ১৮:২২আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১৮:৫৬

১৫ দিন বয়সের ধানের চারায় ছড়া এসেছে

নারায়ণগঞ্জে রূপগঞ্জের দাউদপুর এলাকায় জমিতে ব্রি-৪৯ জাতের চারা রোপণের ২৫-৩০ দিনের মাথাতেই ধানের ছড়া (থোর) চলে এসেছে । এসব ছড়া থেকে আদৌ ধান হবে কিনা তা নিয়ে শঙ্কায় আছে ওই এলাকার প্রায় দুইশ’ কৃষক। এত দ্রুত ধানের ছড়া আসার বিষয়ে ধারণা নেই কৃষি কর্মকর্তাদেরও। তাদের ধারণা, দেওয়ার সময় বীজের জাত যা বলা হয়েছে, রোপা চারার বীজ সে জাতের নাও হতে পারে। কারণ ব্রি-৪৯ জাতের চারা রোপণের পর প্রায় ৫০-৬০ দিনের মাথায় ছড়া আসার কথা।  

এদিকে কৃষকরা বীজ প্রতারণার অভিযোগ তুলে মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে দাউদপুর এলাকায় বিক্ষোভ করেছে। তাদের অভিযোগ, রত্না, ডায়মন্ড আর ডায়না তিন প্রতিস্ঠানের লোগোযুক্ত এই বীজ যেসব কৃষক ক্রয় করেছেন প্রত্যেকের ক্ষেতের একই দশা।

দাউদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, এলাকার ৮০ শতাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। চলতি বর্ষা মৌসুমে এ অঞ্চলে বীজ সংকট দেখা দেয়। প্রায় দুইশ’ বিঘা জমিতে ধান চাষের জন্য পার্শ্ববর্তী কালীগঞ্জ থেকে ওয়াজউদ্দিন নামের এক ব্যক্তির কাছ থেকে চড়া দামে বীজ কিনে আনেন কৃষকরা। তিনশ’ টাকা দামের ১০ কেজি বীজের বস্তা কিনতে সাতশ’ থেকে আটশ’ টাকায় কিনতে বাধ্য হয়েছেন তারা।

কৃষকদের অভিযোগ, গত শ্রাবণে বীজ ফেলার কয়েকদিন পরই কিছু কিছু বীজতলায় ধানের ছড়া বের হতে দেখা গেছে। কিছু ধান হয়তো খারাপ পরেছে ভেবে সেসময় গুরুত্ব দেননি কৃষকরা। পরবর্তীতে জমিতে ওই বীজের চারাই রোপণ করা হয়। কিন্তু ভাদ্র মাসে সেখানকার ৯৫ শতাংশ জমিতেই ধানের ছড়া বের হয়। চলতি মাসে অনেক জমির ধান অপরিপক্ব অবস্থাতেই জমিতে মিশে গেছে।

বাগলা এলাকার কৃষকদের বিক্ষোভ

এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মুরাদুল হাসান জানান, কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে দাউদপুর এলাকার ধানের জমি পরিদর্শন করেছি। যে ধান গাছে ৬০ দিনের মাথায় থোড় বা ছড়া পড়ার কথা, সেখানে ৩০ দিনের মাথায় ছড়া এসেছে। ব্রি-৪৯ ধানের বীজ হলে এত দ্রুত ধান গাছে ছড়া আসার কথা না। বর্তমানে অবস্থায় দেখে এটা আসলে কী জাতের ধান তা বলা যাচ্ছে না। তবে কৃষকদের এখনই ক্ষেত নষ্ট না করার পরমর্শ দিয়ে তিনি বলেন, ‘আরও সাত দিন অপেক্ষা করতে হবে। তারপর জমির ধানের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর এ ব্যাপারে বলা যাবে।’

তিনি আরও বলেন, ‘কালিগঞ্জের ওয়াজ উদ্দিন মিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে কৃষকরা বীজ সংগ্রহ করেছিল বলে জেনেছি।  ওই বীজ সরবরাহকারীর কাছে এ ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য কালিগঞ্জ কৃষি কর্মকর্তাকে মৌখিক ভাবে জানানো হয়েছে। দু’এক দিনের মধ্যে লিখিতভাবে কালিগঞ্জ কৃষি কর্মকর্তাকে বিষয়টি জানানো হবে।’

দাউদপুর এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘কৃষকদের সঙ্গে বড় ধরনের প্রতারণা করা হয়েছে। প্রাকৃতিক দুযোর্গ, অতিবৃষ্টি আর খড়ার সঙ্গে লড়াই করতে করতে এমনিতেই কমে যাচ্ছে কৃষক পরিবারের সংখ্যা। তার ওপর মুনাফালোভী ব্যাপারীদের এমন কাণ্ডে মানুষ কৃষিকাজে উৎসাহ হারিয়ে ফেলবে।

বেলদী ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকতা আব্দুল খালেক বলেন, ‘আমার সদ্য প্রসব করা সন্তানের ওজন যদি হয় ৮০ কেজি তাহলে বুঝবেন সেটা বিকলাঙ্গ। এই ফসলেরও ঠিক একই দশা। আর যে জাতের বীজ দেওয়া হয়েছে, সেটা আসলে কোন জাতের ধান তা বোঝা যাচ্ছে না। কিছু বোরো ধানের মিশেল থাকলেও অধিকাংশ ধানই  চিটা । আর অদ্ভুত লম্বাটে এক ধরনের ধানের বীজ।’

রোপণের ১৫-২০ দিনের মধ্যেই ধানের ছড়া আসায় চিন্তিত কৃষক

এ ধরণের ধানের বীজ চাকুরির জীবনে কখনও চোখে পড়েনি জানিয়ে তিনি আরও বলেন, ‘এক বিঘা জমিতে বীজ কেনা থেকে শুরু করে ফলস তোলা পর্যন্ত প্রায় ১০ হাজার টাকা খরচ হয়। সে হিসেবে অন্তত ৪০-৪৫ লাখ টাকার লোকসান হয়েছে ওই এলাকার কৃষকদের। অগ্রাহায়ন ও পৌষে যে ফসল ঘরে তোলার কথা ছিল, সে জমিতে এখনই ফসল এসে গেছে।’

এ ব্যাপারে নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্বাস উদ্দিন জানান, উপজেলা কৃষি কর্মকর্তা বিষয়টি তাকে জানিয়েছেন। আগামী (৫ অক্টোবর ) বৃহস্পতিবার ওই এলাকার ধানের জমিগুলো তিনি দেখতে যাবেন বলেও জানান।

তিনি বলেন, ‘ধানের যে বীজ দেয়া হয়েছে সেটি আসলে ব্রি-৪৯ কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কৃষকরা যার কাছ থেকে বীজ কিনেছেন তার কোনও দালিলিক প্রমাণ নেই, কারণ কোন মেমো পাওয়া যায়নি। আগাম কোনও জাতের বীজ হতে পারে এটি। আবার অনেক সময় আবহাওয়ার পরিবর্তনের কারণেও এমনটি হতে পারে।’

তবে বীজ বিক্রেতা যদি কৃষকদের সঙ্গে প্রতারণা করে থাকেন তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্বাস উদ্দিন।

এ ব্যাপারে বীজ বিক্রেতা ওয়াজউদ্দিন মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?