X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

একরাম হত্যা মামলা: তদন্ত কর্মকর্তাকে জেরা শুরু

ফেনী প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৭, ২১:১৫আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ২১:২৩

একরামুল হক (ছবি- প্রতিনিধি)

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এবং ফেনী মডেল থানার তৎকালীন পরিদর্শক আবুল কালাম আজাদকে আসামি পক্ষের জেরা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত জেলা ও দায়রা জজ আমিনুল হকের আদালতে আবুল কালাম আজাদকে আসামি পক্ষের ছয় জন আইনজীবী জেরা করেন। জেরা শেষ না হওয়ায় আদালত ২২ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) হাফেজ আহাম্মদ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহিল মাহমুদ শিবলু, শিফাত, শিপন, রুবেল, মামুন ও বক্করের আইনজীবী তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদকে আজ (বৃহস্পতিবার) জেরা করেন। জেরার শুরুর আগে আবুল কালাম আজাদের সাক্ষ্য নেন আদালত। এ নিয়ে আবুল কালাম আজাদ চতুর্থ দিনের মতো সাক্ষ্য দিলেন।

পিপি আরও জানান, একরাম হত্যা মামলার ৫৯ জন সাক্ষীর মধ্যে এপর্যন্ত ৫১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। মামলার ৫৬ আসামির মধ্যে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২২ জন ফেনী কারাগারে, তিন জন কুমিল্লা কারাগারে ও ২০ জন জামিনে রয়েছেন। বুধবার ৪২ জন আসামি আদালতে হাজির ছিলেন। তিন আসামি অসুস্থতার কারণে অনুপস্থিত আছেন জানিয়ে তাদের আইনজীবীরা সময় প্রার্থনা করে আবেদন করেন। মামলার অন্যতম আসামি মো. সোহেল র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

সূত্র জানায়, ২০১৫ সালের ২৮ আগস্ট তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ মোট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। গ্রেফতার হওয়া ৪৬ জন আসামির মধ্যে ১৫ জন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

সূত্র জানায়, ৫৬ জন আসামির মধ্যে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী ছাড়া অন্য সব আসামি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।

উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্য দিবালোকে চেয়ারম্যান একরামুল হককে গাড়ির গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ